প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধের মাঝেই ইজরায়েলে অপারেশন চালাবে ভারত! মিত্র দেশে বিমান পাঠাবেন মোদি

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধের ফলে প্রচুর ভারতীয় আটকে পড়েছেন ইসরাইলে। সেখান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এবার অপারেশন অজয় হতে চলেছে। ইসরাইল থেকে যে সব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চাইছেন তাদের ফিরিয়ে আনা হবে।

ভারত সরকারের পক্ষ থেকে স্পেশাল চার্টার ফ্লাইট ও অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও ভালো রাখা আমাদের দায়বদ্ধতা। বিদেশ মন্ত্রীর এই টুইটের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বহু পরিবার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় এই ভাবেই ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছিল।

   

আরোও পড়ুন : সারাবছরই থাকে বিপুল চাহিদা, ঘরে বসে শুরু করুন এই ব্যবসা! কয়েক মাসেই হবেন লাখপতি

আটকে পড়া ভারতীয়দের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ছিল মোদি সরকার। এবার ইসরাইলে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু হবে অপারেশন অজয়। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইসরাইলে যে ১৮ হাজার ভারতীয় রয়েছেন তাদের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরোও পড়ুন : বিশ্বের দরবারে বাংলার জয়জয়কার! খড়গপুর IIT’র প্রাক্তনী চিন্ময় পেলেন বিশ্বসেরা বিজ্ঞানীর তকমা

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে ইসরাইল- প্যালেস্টাইনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে। এই কন্ট্রোল রুম খোলা হয়েছে তথ্য ও সহায়তা দেওয়ার জন্য। কন্ট্রোল রুমের নম্বর গুলি হল- 1800118797 (toll free), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905 , +919968291988। ইমেল এড্রেস – situationroom@mea.gov.in।

তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নম্বর – +972-35226748, +972-543278392। ইমেল এড্রেস – cons1.telaviv@mea.gov.in। রামাল্লাতে ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুমের নম্বর +970-592916418 (WhatsApp-ও উপলব্ধ)। ইমেল এড্রেস – rep.ramallah@mea.gov.in।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর