বাংলাহান্ট ডেস্ক : ডাক্তারিতে চমক তো প্রায়ই শোনা যায়। এবার কলকাতার (Kolkata) ডাক্তাররা (Doctors) কেটে বাদ যাওয়া আঙুলকে (Fingers) জোড়া লাগিয়ে এক নজিরবিহীন কাণ্ড দেখালেন। টানা ৬ ঘন্টার অস্ত্রোপ্রচার (Operation), মিললো সাফল্য। জানা গিয়েছে, কারখানায় কাজ করতে গিয়ে কেটে বাদ পড়ে গিয়েছিলো ভদ্রলোকের ডান হাতের তিন তিনটি আঙুল। বাকি দুটি আঙুলের অবস্থাও খুব একটা ভালো ছিল না। মনোক্ষুন্ন হয়ে তিনি কলকাতায় আসেন যদি কিছু করা যায়, যদি ডাক্তাররা মিরাকেল (Miracle) ঘটাতে সক্ষম হন।
কথা হচ্ছে যাকে নিয়ে তিনি হলেন সনৎ কুমার পাল। তাঁর বাড়ি নদীয়া জেলায়। বয়স ৪৮। কাজ করতেন একটি কাগজ কারখানায়, যেটি ঝাড়গ্রামে অবস্থিত। হাসপাতাল সূত্রে জানানো হয় যে, তিনি বেশ ঠিকঠাক ভাবেই মন দিয়ে কাজ করছিলেন। হঠাৎ তিনি অন্যমনস্ক হয়ে পড়েন, এবং ভুল বশত কাগজের জায়গায় কেটে যায় তাঁর ডান হাতের তিনটি আঙুল এবং বাকি দুটি আঙুলও চরম ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাটি ঘটে যায় ১০ই জানুয়ারি।
এই ঘটনা ঘটে যাওয়ার পর পরই তাঁর কারখানার বাকি সহকর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁর আঙুলে ওই হাসপাতালের ডাক্তারদের যেটুকু সাধ্য এবং যেইটুকু প্রাথমিক চিকিৎসা তাঁর দরকার ছিল তাঁরা করে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর তারপরেই তিনি ভর্তি হন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। তিনি প্রায় রাত ১২ টার সময় এই হাসপাতালে ভর্তি হন।
ডাক্তারবাবুরা তাঁকে কথা দেন তাঁরা তাঁর ওই তিনটি আঙুলকে অস্ত্রপ্রচারের মাধ্যমে জুড়ে দেবেন। চিকিৎসক অখিলেশ আগরওয়ালের নেতৃত্বে সনতের আঙুলের অস্ত্রপ্রচার শুরু হয় রাত ২:৩০ টায়। এক টানা ৬ ঘন্টা ধরে চলে এই অস্ত্রপ্রচার। এবং ডাক্তাররা সনৎকে যেমন কথা দিয়েছিলেন ঠিক তেমনই ফিরিয়ে দিলেন তাঁর বাদ যাওয়া তিনটি আঙুল। তাঁরা জুড়ে দিলেন তাঁর তিনটি আঙুল এবং বাকি দুটি আঙুলও এখন স্বাভাবিক।
সনৎকে যখন জিজ্ঞেস করা হলো তিনি এখন কেমন আছেন? তিনি জানান তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন এবং অনেক স্বস্তি পেয়েছেন তাঁর আঙুলগুলিকে ফেরত পেয়ে। ডাক্তার আগরওয়াল জানান যে আগামী তিন মাসের মধ্যে সনৎ একদম সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারবেন। হাসপাতাল থেকে তাঁকে এই শনিবার অর্থাৎ ১৪ তারিখ ছেড়ে দেওয়া হয়।