আমেরিকায় অভিষেকের চোখে অস্ত্রোপচার! সুস্থতা কামনায় একসঙ্গে যজ্ঞ, দোয়া হিন্দু-মুসলিমদের

বাংলাহান্ট ডেস্ক : হাওড়ায় অভিষেক বন্দোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচারের পর (Abhishek Banerjee) তাঁর দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞের আয়োজন করল তৃণমূল কর্মীরা। শুক্রবার অভিষেক বন্দোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞের আয়োজন করেন হাওড়ার ডোমজুড় (Domjur) তৃণমূল যুব কংগ্রেসের সলপ এলাকার দলীয় কর্মীরা। হিন্দু, মুসলিম একযোগে এই যজ্ঞ এবং এরই সঙ্গে দোয়া পাঠ অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা।

কয়েকদিন আগেই চোখের অপারেশন (Eye Operation) করার জন্য বিদেশে যান দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি চিকিৎসা কেন্দ্রে ৭ ঘন্টা ধরে চোখের জটিল অপারেশন হয় তাঁর। মুখ্যমন্ত্রীও গতকালকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালে তাঁর সুস্থতা কামনা করে যজ্ঞের আয়োজন করেন ডোমজুড় দলের নেতা, কর্মীরা। এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) দ্রুত আরোগ্য কামনা, পাশাপাশি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একত্রিত হয়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

ডোমজুড় কেন্দ্রের তৃণৃূলের যুব সভাপতি বলেন, ‘এটা অভিনব কিছু নয়। আমরা বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই একসঙ্গে থাকি। আপনারা জানেন, আমাদের নেতার গত বুধবার চোখে একটি অস্ত্রপ্রচার হয়েছে। তাঁর আরোগ্য কামনায় আজকে আমরা হিন্দু ভাইরা যজ্ঞ করে এবং মুসলিম ভাইরা দোয়া পাঠ করেছি।’

২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে (Murshidabad) কর্মিসভা সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তখন তাঁর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং একটি ক্ষতর তৈরি হয়। চোখের নিচের হাড় ভেঙে যায় বলেই চিকিৎসকরা জানান। তাঁকে কলকাতায় এনে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেই ক্ষতেরই অস্ত্রোপচার হল দুদিন আগে।

২০২০ সালের জানুয়ারি মাসে তাঁর চোখে একবার অস্ত্রোপচার হয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেকারণেই কখনও হায়দরাবাদ, কখনও দেশের বাইরে ছুটতে হয় তাঁকে। এর পরেও যে পুরোপুরি সুস্থ হননি তা বোঝা যায়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রুজিরা নারুলা। তৃণমূলের দলীয় সূত্রে জানা যাচ্ছে, অপারেশন সফল হলেও এখন কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Sudipto

সম্পর্কিত খবর