বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) কর্মীরা শনিবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune) অবৈধ বিদেশী নাগরিকদের ভারত থেকে তাড়াতে একটি বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে সবার কাছ থেকে নাগরিকতার প্রমাণ চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, MNS দাবি করেছে যে তাঁরা তিনজন অবৈধ বিদেশী নাগরিকদের ধরেছে আর তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছে।
MNS এর কর্মীরা বলেন, এটা তাঁদের অপারেশনের প্রথম পর্যায়। শনিবার আমরা তিনজন অবৈধ নাগরিকদের ধরেছি, যাঁদের আমরা পুনে পুলিশের হাতে তুলে দিয়েছি। কিছু অবৈধ নাগরিকদের পরিবার সেখান থেকে পালিয়ে গেছে, আমরা অবৈধ নাগরিকদের বেছে বেছে পুলিশের হাতে তুলে দেব।
একটি বেসরিকারি টিভি চ্যানেলের রিপোর্ট অনুযায়ী, MNS নেতা অজয় শিন্ডে বলেন যে, ওনার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে যে পুনেতে অবৈধ বিদেশী নাগরিক বসবাস করে। উনি বলেন, ‘আমরা পুনের আশেপাশের শিল্পাঞ্চল গুলোতে অবৈধ নাগরিকদের উপর কড়া নজর লাগিয়ে বসে আছি। আমাদের কানে এসেছে যে, সেখানে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি শ্রমিক আছে।”
শনিবার MNS কর্মীরা স্বঘোষিত অপারেশন এনআরসি শুরু করেছে। পুনের ধনকবড়ি এলাকায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের দেশের বাইরে পাঠাতে তাঁরা আন্দোলন শুরু করেছে। অভিযোগ এই অভিযানে MNS এর কর্মীরা অনেকের ঘরে ধুকে মারধরও করে। এও জানা যাচ্ছে যে, শহরের পুলিশ MNS কর্মীদের এই অভিযানে তাঁদের সাথেই উপস্থিত ছিল।