বাংলাহান্ট ডেস্কঃ উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রনায়ক কিম জং উনের (Kim Jong Un) স্বাস্থ্য নিয়ে একাধিক জল্পনা ছড়িয়েছে। তিনি সুস্থ নন। এমনই তথ্য চারিদিকে ভেসে বেড়াচ্ছে। তবে প্রকাশ্যে এসে সব জল্পনার অবসান ঘটিয়েছেন কিম নিজে। কিমের এই আত্মপ্রকাশকে ভাঁওতা বলে ধরে নিয়েই নিজেদের প্রস্তাবিত পথে হাঁটতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনই ইঙ্গিত মিলছে।
মার্কিন সেনার গোপন অপারেশন প্ল্যান ৫০২৯-এ ফের শান দিচ্ছে আমেরিকা (America)। সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া। নতুন করে এই প্ল্যানের ধার বাড়ানো হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ঠিক কি ধরণের প্ল্যান এটি, সেসম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি। তবে আমেরিকার কোরীয় নীতি বলছে উত্তর কোরিয়াতে কোনও রাজনৈতিক সংকট আসলে প্ল্যান ৫০২৯-এর মাধ্যমে সেখানে হস্তক্ষেপ করতে পারবে আমেরিকা, সঙ্গে থাকবে দক্ষিণ কোরিয়া।
রিপোর্ট বলছে যতদিন আত্মগোপন করেছিলেন কিম, ততদিন কোনও গোপন পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে পারমাণবিক অস্ত্র উৎপাদনের কাজ করেনি উত্তর কোরিয়া। উল্লেখ্য এই প্ল্যান ৫০২৯ প্রথম ফাঁস হয় মার্কিন সেনাবাহিনীতে, ১৯৯৯ সালে। এইমুহূর্তে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে বড় চিন্তা উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষানিরীক্ষা।
এদিকে, কিম জং উনের সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সুস্থ হয়ে ফিরে আসাতে তিনি খুশি। শনিবার এমনই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটে জানান, ‘সে সুস্থ ভাবে ফিরে আসাতে আমি খুশি।’
১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাঁকে ঘিরে জল্পনা ছড়ায়। রিপোর্টে দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। কিন্তু তবুও প্রকাশ্যে না আসায় তাঁকে ঘিরে সমগ্র পৃথিবীতে জল্পনা চলছিলই।
১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল সানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিং জং উন উপস্থিত না থাকায় তাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা জল্পনা তৈরি হতে থাকে। পশ্চিমী সংবাদমাধ্যমগুলি তাদের খবরে আবার এরইমধ্যে বেশ কয়েকবার কিমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। শুধু তাই নয়, ওইসব কোনও কোনও সংবাদমাধ্যম আবার পরিস্থিতি বিশ্লেষণ করে তার স্থলাভিষিক্ত কে হতে পারেন তারও ইঙ্গিতও দেয়।