বাংলা হান্ট ডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য উদযাপনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবার একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ৩ জুন আহমেদাবাদে সম্পন্ন হতে চলা IPL ২০২৫-এর ফাইনালে ভারতীয় সেনার ৩ বাহিনীর প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে বোর্ড। IPL-এর সমাপ্তি অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের মাধ্যমে ঘটা ভারতীয় সেনাবাহিনীর “বীরত্বপূর্ণ প্রচেষ্টা”-কে স্যালুট জানানো হবে। ইতিমধ্যেই BCCU সচিব দেবজিৎ সাইকিয়া একটি মিডিয়া বিবৃতিতে এই ঘোষণা করেছেন।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য উদযাপন করবে BCCI:
সাইকিয়া মঙ্গলবার PTI-কে বলেন, “অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য উদযাপনের জন্য আমরা আহমেদাবাদে IPL-এর ফাইনালে ভারতের তিন সশস্ত্র বাহিনীর প্রধান, শীর্ষ আধিকারিক এবং সেনাদের আমন্ত্রণ জানিয়েছি। তিনি আরও বলেন, “BCCI দেশের সশস্ত্র বাহিনীর ‘বীরত্ব, সাহস এবং নিঃস্বার্থ সেবা’-কে স্যালুট জানায়।” তিনি “অপারেশন সিঁদুরের অধীনে বীরত্বপূর্ণ প্রচেষ্টার” প্রশংসাও করেন। যেটি সমগ্র জাতিকে সুরক্ষিত এবং অনুপ্রাণিত করেছিল।
সাইকিয়া জানান, “তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য, আমরা সমাপ্তি অনুষ্ঠানটিতে সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করার এবং আমাদের বীরদের সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট যদিও একটি জাতীয় আবেগ, তবুও আমাদের দেশ এবং এর সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার চেয়ে বড় আর কিছুই নয়।”
আরও পড়ুন: বাংলাদেশে জমছে খেলা! ইউনূসের চাপ বাড়ালেন তাঁরই উপদেষ্টা, ভারতের বিরুদ্ধে উগরে দিলেন বিষ
জানিয়ে রাখি যে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হলেন সেনা প্রধান এবং অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান। এদিকে, বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। গত ২২ এপ্রিল পাহালগাঁও-তে পাক সমর্থিত জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্য ভারত সফলভাবে “অপারেশন সিঁদুর” (Operation Sindoor) অভিযান সম্পন্ন করে।
আরও পড়ুন: একী কাণ্ড! KKR-এর এই কাজে ফের “অপমানিত” শ্রেয়স আইয়ার, চটে লাল অনুরাগীরাও
এদিকে, এই প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সংক্ষিপ্ত সামরিক সংঘর্ষের সূত্রপাত হয়। যার পরে পাকিস্তানের যুদ্ধবিরতির অনুরোধের পর ভারত তাদের অভিযান বন্ধ করতে সম্মত হয়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: