টর্চের আলোয় মাথায় সেলাই!যোগীরাজ্যে আজব ঘটনা

 

বাংলা হান্ট ডেস্ক : অপারেশন থিয়েটারে একমাত্র ভরসা মোবাইলের টর্চ।তারই আলোতে হল দুই রোগীর ক্ষতে সেলাই। চিন্তার ভাঁজ রোগীর আত্মীয়ের কপালে।এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের এটাওয়ায় ভীমরাও আম্বেদকর হাসপাতালে।

 

সূত্রের তরফে জানা গিয়েছে, সেই সময় লোডশেডিং ছিল। আর জ্বালানির অভাবে সাধারণত নিষ্ক্রিয়ই থাকে হাসপাতালের তিনটি জেনারেটর। বুধবার গোষ্ঠীসংঘর্ষে জড়িয়ে পড়ায় মাথায় আঘাত লাগে হীরণপুর গ্রামের বাসিন্দা রাহুল ও সুনীলের। তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল এটাওয়ার প্রাচীনতম এবং বৃহত্তম ভীমরাও আম্বেদকর হাসপাতালে। তখন লোডশেডিং থাকায় টর্চের আলোতেই দুই রোগীর মাথায় সেলাই করেন ডাক্তাররা।

3cfad img 20190621 wa0022

হাসপাতালের মুখ্য মেডিক্যাল সুপারের মতে, এমন ঘটনা রোজ ঘটে না। হাসপাতালের জেনারেটর কখনওই কাজ করে না, কর্মীদের এই অভিযোগও মানতে চাননি তিনি।

সম্পর্কিত খবর