রাজ্যের বাজেট নিয়ে তুমুল সমালোচনা বিরোধদের! ‘উন্নয়ন নয়, ভোটমুখী বাজেট’, কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : আজই পেশ হল রাজ্য বাজেট ( WB Budget 2023)। আর এর পরই বাজেট প্রসঙ্গে রাজ্যকে নিশানা করল বিরোধীরা। বিরোধিদের দাবি রাজ্যবাসীর সমস্যার কোনও সমাধান নেই রাজ্যের বাজেটে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বলেন, ভোটের কথা মাথায় রেখেই এই বাজেট। তবে বড়ই কাঁচা কাজ। এবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা হয়েছে। তা নিয়েও আক্রমণ করেছন বামেরা। তাদের দাবি, পুরোটাই ভাঁওতাবাজি। রাজ্যবাসীকে বোকা বানাচ্ছে সরকার।

পঞ্চায়েত নির্বাচনের আগে আজ বুধবার বিধানসভায় বাজেট পেশ করল রাজ্য। ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার, ভবিষ্যত ক্রেডিট কার্ড-সহ একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজেট তৈরি করেছে রাজ্য সরকার দাবি জোড়াফুল শিবিরের। কিন্তু তা মানতে কোনও ভাবেই রাজি নয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

   

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, ‘পশ্চিমবঙ্গের যে সমস্ত জ্বলন্ত ইস্যু রয়েছে, মানুষের যে আকঙ্খা রয়েছে, এই বাজেটে তা পূরণের কোনও চেষ্টাই করা হয়নি। উলটে রাজ্যের অর্থনৈতিক দেউলিয়া অবস্থার প্রতিফলন দেখা গিয়েছে।’ তাঁর আরও দাবি, বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, সেতু, পরিকাঠামো নিয়ে বিন্দুমাত্র কোনও ঘোষণা নেই। শুভেন্দুর আরও দাবি, ‘কিছুটা ভোটমুখী করার চেষ্টা হয়েছে। কিন্তু বড়ই কাঁচা কাজ।’ মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিরোধী দলনেতার দাবি, ‘ট্রেড মিলে হাঁটতে-হাঁটতে ৩০ মিনিটে বাজেট তৈরি করেছেন মুখ্যমন্ত্রী।’

suvendu

বাজেটের সমালোচনা করেছে কংগ্রেসও কংগ্রেস নেতা আবদুল মান্নানের কথায়, ‘যিনি অর্থনীতির কিছুই বোঝেন না তিনি রাজ্য বাজেট পেশ করলেন। তা করতেই পারেন। কিন্তু এত কালো টাকা উদ্ধার হচ্ছে বাজেটে কেন তা নিয়ে কিছু বললেন না অর্থমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য শিক্ষালয়গুলিতে কীভাবে শিক্ষক নিয়োগ হবে তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। শুধুই দান খয়রাতির ঘোষণা করা হয়েছে।’

তাঁর আরও প্রশ্ন, ‘কোথা থেকে এত কোটি টাকা আসবে? তাও পরিষ্কার করেননি। আসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বড় অর্থনীতিবিদ তেমনিই অর্থনীতিবিদ আমাদের অর্থমন্ত্রী। তাই বাজেট যা হওয়ার তাই হয়েছে।’ বাজেট নিয়ে সরকারকে আক্রমণ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ‘পুরোটাই ভাঁওতা। রাজ্যবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা। ৩ শতাংশ ডিএ বাড়তই, এটা কোনও নতুন তথ্য নয়।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর