বাংলা হান্ট ডেস্ক : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) ডাকা বিরোধী জোটের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার বেলা বারোটায় শুরু হয়েছিল বৈঠক। চলে বিকেল চারটে পর্যন্ত। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে, ফের একবার নিজেদের মধ্যে বৈঠক করবেন রাহুল গান্ধি (Rahul Gandhi), মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)।
ওই বৈঠক হবে কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশের শিমলায়। দুদিন ধরে চলবে বৈঠক। ওই বৈঠকেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আগামী মাসে্নই বসবে ওই বৈঠক। যদিও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির তৃতীয়বার ক্ষমতা দখল রুখতে বিরোধী জোট গড়ার জন্য সমমনোভাবাপন্ন দলগুলির শীর্ষ নেতা-নেত্রীদের বৈঠকে ডেকেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হয়। দেশের বিজেপি বিরোধী সব দলের শীর্ষ নেতা-নেত্রীই বৈঠকে উপস্থিত ছিলেন। সদর্থক এবং খোলামেলা পরিবেশেই আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করেন বিভিন্ন দলের শীর্ষ নেতা-নেত্রীরা।
বিস্তারিত আসছে…