মণিপুর নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনতে পারে ‘ইন্ডিয়া’! পাল্টা কোমর বাঁধছে BJP-ও

বাংলা হান্ট ডেস্ক : ইতিহাস কি আবার ফিরে আসবে? আজ থেকে ২০ বছর আগের ঘটনা। ২০০৪ সালের লোকসভা ভোটের ঠিক এক বছর আগে কেন্দ্রে অটলবিহারী বাজপেয়ী সরকারের (Atal Bihari Vajpayee’s Government) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (no-confidence motion) এনেছিল কংগ্রেস ও বামেরা। সংসদে সেই স্মৃতি যেন ফিরে আসতে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের (BJP Government) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ঐক্য জোট ইন্ডিয়া (INDIA)।

মণিপুর হিংসা নিয়ে সংসদের দুই কক্ষেই অচলাবস্থা চলছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, এখন সূর্যোদয়ের ঠিক আগের সময়। এক বছর বাদে লোকসভা ভোট। তাই ঘুম থেকে উঠে নতুন করে প্রস্তুতি শুরু করে দিন।

   

loksabha
এমনিতে লোকসভায় বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলেও মোদি সরকারের বিচলিত হওয়ার কারণ নেই। কারণ, লোকসভায় বিজেপির একারই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু অনাস্থা প্রস্তাব আনার অর্থ হল, সব বিরোধী দল কেন্দ্রে বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে সংসদে মুখ খোলার সুযোগ পাবে। তারা দেখাতে পারবে মোদির বিরুদ্ধে এককাট্টা ‘ইন্ডিয়া’। আবার সেই সব অভিযোগের জবাবও দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

২০০৩ সালে সনিয়া গান্ধী যখন বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, তখন সংখ্যার হিসাবে কংগ্রেস ছিল দুর্বল। তুলনায় অনেকটাই সবল ছিল এনডিএ জোট। কিন্তু সেই অনাস্থা প্রস্তাবকে সামনে রেখে সনিয়া সর্বভারতীয় স্তরে বিরোধী জোট তৈরির পরিকল্পনা শুরু করেছিলেন।

এদিন বিরোধী দলের বৈঠকের পর কংগ্রেসের এক প্রবীণ নেতা সংবাদমাধ্যমকে জানান, ‘অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে একটা আলোচনা জোটের মধ্যে রয়েছে। তবে এ ব্যাপারে এখনও সর্বসম্মতি নেই। অনেকেই মনে করছেন, মণিপুর নিয়ে যখন মোদি সরকারের বেহাল দশা, তখন এটা নিয়েই আরও একটা চাপ দেওয়া হোক৷ তারপর না হয় অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর