ধার্মিক স্থলে স্যানিটাইজারের বিরোধিতা, অ্যালকোহলে হাত ধুয়ে কিভাবে প্রবেশ করতে পারে মন্দিরে- প্রশ্ন পূজারীর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা জেরে এখন দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। আর আগামী ৮ই জুন থেকে ভারতে খুলছে ধর্মীয়স্থানগুলি। সেই সংক্রান্ত বিধিনিষেধও জারি করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে অন্যতম হল উপাসনালয়ের প্রবেশদ্বারে স্যানিটাইজার ও তাপমাত্রা মাপার যন্ত্র রাখতে হবে। কিন্তু সেই নিয়ম সম্ভবত মানবে না মধ্যপ্রদেশ (Madhya Pradesh) রাজ্যের বৈষ্ণবধাম নব দুর্গ মন্দির।

বৈষ্ণবধাম নব দুর্গা মন্দিরের পুরোহিত চন্দ্রশেখর তিওয়ারি জানিয়েছেন যে, স্যানিটাইজারে হাত ধুয়ে মন্দিরে ঢোকা যাবে না। কিন্তু কেন? তাঁর যুক্তি, ‘‌স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। মদ খেয়ে মন্দিরে ঢোকা যায় না, তাহলে হাতে মদ লাগিয়ে কেন মন্দিরে প্রবেশ করা যাবে?’‌ যদিও সাবান–জলে হাত ধুয়ে মন্দিরে ঢুকলে তাঁর কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন তিনি

উল্লেখ্য, সরকারি বিধিনিষেধে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে একে অপর থেকে ছয় ফুট দূরত্বে দাঁড়াতে হবে ধর্মীয়স্থানগুলোতে। এছাড়া মাস্ক পড়াও বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব না মানলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যদি সবাই সচেতন থাকে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং মাস্ক পড়ে তাহলে এই মারণ সংক্রমণ কোভিদ-১৯ থেকে সারা পৃথিবী বাঁচবে। নিজেদেরকে সতর্ক থাকতে হবে।

সম্পর্কিত খবর