বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করতে ভালোবাসেন। এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান শুধুমাত্র বিনোদনের খোরাক নয়, এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও সাহায্য করে। ইন্দ্রিয়ের শক্তি পরীক্ষা করার জন্য এই ধরনের খেলার বেশ গুরুত্ব রয়েছে।
অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার খেলা
আজকের ছবিতে আপনাকে অসংখ্য আপেলের ইমোজি দেওয়া হয়েছে। এই অসংখ্য আপেলের মধ্যে এমন একটি আপেল রয়েছে যেটি অন্যদের থেকে আলাদা। সেই আপেলটিকে আপনাকে খুঁজে বার করতে হবে মাত্র 7 সেকেন্ডের মধ্যে। প্রথম দেখাতে এই ধরনের সমাধান মনে হতেই পারে যে খুবই সহজ। তবে মোটেও তা নয়।
আরোও পড়ুন : এক্কেবারে ডিরেক্ট ট্রেন! কলকাতা থেকে স্যাট করে চলে যান দীঘায়, রেলের উদ্যোগে উচ্ছ্বসিত আমজনতা
এই ধরনের খেলাগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার যথেষ্ট মস্তিষ্ক ও চোখ কাজে লাগাতে হতে পারে। একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর অসংখ্য লাল আপেল দেওয়া হয়েছে। এই অসংখ্য লাল আপেলের মধ্যে রয়েছে এমন একটি আপেল যেটি সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন আপেলটিকে খুঁজে বার করতে পারাটাই আসল কাজ।
আরোও পড়ুন : চমকের পর চমক! বাজেটে এবার সোনায় সোহাগা হবে মহিলাদেরই, বিস্তারিত জানলে আনন্দে লাফাবেন
প্রথমে একবার ভালো করে চোখ বুলিয়ে নিন ছবিটিতে। তারপর 7 সেকেন্ডের মধ্যে সেই আপেলটিকে খুঁজে বার করার চেষ্টা করুন। যদি আপনি 7 সেকেন্ডের মধ্যে সেই ভিন্ন আপেলটাকে খুঁজে না পান তাহলে আমরা আপনাকে নিচের ছবিতে সেই আপেলটিকে চিহ্নিত করে দেখাচ্ছি।
যদি আপনি সেই ভিন্ন আপেলটি (Apple) খুঁজে পেতে ব্যর্থ হন তাহলে মন খারাপ করবেন না। প্রথম চেষ্টায় অনেকেই সফল হন না। তবে আমরা আগামী দিনে এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আরো নিয়ে আসব। যেখানে আপনি আপনার ইন্দ্রিয়ের পরীক্ষা করতে পারবেন।