Optical Illusion: সুন্দর দৃশ্যে লুকিয়ে রয়েছে পেঁচা, ৯ সেকেন্ডের মধ্যে খুঁজে পান কিনা দেখুন তো!

বাংলাহান্ট ডেস্ক : অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) পাজল সমাধান করা মানেই সেই ব্যক্তি নিঃসন্দেহে বুদ্ধিমান। মানসিক এবং চাক্ষুষ তীক্ষ্ণতা পরীক্ষার জন্য অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) পাজল সমাধান দুর্দান্ত কাজ করে। নেটিজেনদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার চ্যালেঞ্জ

এই সমস্যা সমাধান বুদ্ধিকে আরো তীক্ষ্ণ করে তোলে। তেমনি একটি ছবি সম্প্রতি সামনে এসেছে। দারুন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। তার মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা। সেই পেঁচাকেই খুঁজে বের করতে হবে। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে লুকিয়ে থাকা একটি পেঁচা খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। যদি ৯ সেকেন্ডের মধ্যে এই পেঁচাকে খুঁজে বের করতে সক্ষম হন তাহলে আপনি জিনিয়াস।

   

আরোও পড়ুন : ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! কাজের সুযোগ মিলবে IIT’তে, মিস করলেই পস্তাবেন

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) চ্যালেঞ্জগুলি যেমন সমস্যা সমাধানের দক্ষতাকে প্রকাশ করে, তেমনই অবসর সময় কাটানোর দারুন উপায়। এই অপটিক্যাল ইলিউশন পাজল চ্যালেঞ্জের মাধ্যমে নিজের মস্তিষ্ক একবার ঝালিয়ে নিন। আপনি কি ওই লুকিয়ে থাকা পেঁচাটিকে খুঁজে পেয়েছেন?

আরোও পড়ুন : উদ্দেশ্যে শুধু ‘ডাক্তারি পড়া’! প্রতি বছর ভারত থেকে শয়ে শয়ে পড়ুয়া ছোটেন বাংলাদেশে, কিন্তু কেন ?

যারা একটু বেশি মনোযোগ দিয়ে ছবিটি দেখবে, তারা অবশ্যই পেঁচাটিকে খুঁজে পাবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে ছবিটি একবার ভালো করে দেখে নিন। ৯ সেকেন্ড শেষ হওয়ার মধ্যে আপনার মধ্যে কতজন সফলভাবে লুকানো পেঁচাটিকে (Owl) খুঁজে পেয়েছেন? যারা পেয়েছেন তারা সত্যিই জিনিয়াস (Genius)।

Screenshot 2024 07 23 22 26 59 21 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

কিন্তু যারা পেঁচা খুঁজে পেলেন না, তারা কি করবেন? লুকানো পেঁচাটিকে ছবির ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাম্পিং সাইটের অনেকগুলো গাছের একটির ডালে চুপিচুপি বসে আছে সে। সবুজ ডালপালার মধ্যে থেকে উঁকি মারছে দুটি গোল হলুদ চোখ। দেখে পেলেন এবার?

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর