এই ছবিতে “HAY”-র ভিড়ে লুকিয়ে রয়েছে “HAT” শব্দটি! ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন রকমের ধাঁধার (Puzzle) সমাধান করে আসছি। যেগুলি সঠিকভাবে সমাধানের ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাওয়া যায় মানসিক প্রশান্তিও। যদিও, ধাঁধার আবার বেশকিছু আলাদা আলাদা ধরণও রয়েছে। এমন পরিস্থিতিতে, বর্তমান সময়ে আমরা নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এমন কিছু ছবি দেখতে পাই যেগুলিকে আর পাঁচটা সাধারণ ছবি হিসেবে মনে হলেও সেগুলিতে কিছু চমক থাকে।

মূলত, ওই বিশেষ ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয় সবাইকে। আর সেগুলিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যায় ছবিটির। এমতাবস্থায়, এই বিষয়টিও অনেকটা ধাঁধা সমাধানের মতোই ঘটে। যদিও, কিছু কিছু ক্ষেত্রে যাঁরা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাঁরাও এগুলির সমাধানের জন্য রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন।

সেই রেশ বজায় রেখেই এবার একটি ছবি সামনে এসেছে। যেখানে থাকা একটি ভিন্ন ইংরেজি শব্দকে খুঁজে বের করতেই ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। এমতাবস্থায়, ওই ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের সামনে।

এই ছবিতেই লুকিয়ে রয়েছে শব্দটি: সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির দিকে হঠাৎ করে তাকালে মনে হবে সেখানে হয়তো শুধুমাত্র ইংরেজিতে “HAY” শব্দটি লেখা রয়েছে। কারণ, সমগ্ৰ ছবিজুড়ে সারিবদ্ধভাবে লেখা রয়েছে ওই শব্দটি। তবে, ওই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে আরও একটি ইংরেজি শব্দ। আর সেটি হল “HAT”। ওই শব্দটিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও একবার ওই শব্দটিকে খোঁজার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে ৫ সেকেন্ডের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেটিকে খুঁজে বের করতে হবে। তবে, বারংবার চেষ্টা করার পরেও যদি আপনি ওই শব্দটিকে খুঁজে না পান তাহলেও চিন্তা নেই। কারণ, আমরা সেটির সঠিক অবস্থানটি জানিয়ে দিচ্ছি।

optical illusion solve 2023 06 12t213712.248

এইখানে লুকিয়ে রয়েছে “HAT” শব্দটি: ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু ওই শব্দটিকে খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বারংবার দেখতে হবে ছবিটিকে। তাহলেই দেখা যাবে যে, ছবিটির ডানদিক থেকে তৃতীয় সারির ঠিক ওপর থেকে নিচের দিকে চার নম্বর লাইনে লেখা রয়েছে “HAT” শব্দটি। সমগ্র ছবিটির মধ্যে শুধুমাত্র ওইখানেই শব্দটি লেখা রয়েছে। এমতাবস্থায়, ভালোভাবে বোঝার জন্য আমরা সেটির অবস্থানটিকে একটি লালবৃত্তের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই আপনি যদি নির্ধারিত ৫ সেকেন্ডের মধ্যে “HAT” শব্দটিকে খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর