চোখের সামনেই আছে বড় ফ্রিজ! অথচ খুঁজেই পাচ্ছেন না ৯৮% মানুষ, দেখুন তো আপনি পান কিনা?

বাংলাহান্ট ডেস্ক : ছবির মধ্যেই রয়েছে বড় ফ্রিজ, অথচ চোখে পড়ছে না কিছুতেই। এই ছবিটি দেখে বিভ্রান্ত সকলেই। ছবিতে একটি বড় ফ্রিজ আছে, কিন্তু সহজে এই ফ্রিজ খুঁজে পাওয়া বেশ কঠিন। চেষ্টা করছেন অনেকেই। কিন্তু হাতে গোনা কয়েকজন ছবিতে থাকা ফ্রিজ খুঁজে পেয়েছেন। আপনিও চেষ্টা করে দেখুন পারেন কিনা। আপনার চোখ ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে থাকলে নিশ্চয় খুঁজে পাবেন।

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ইমেজ থেকে কিছু খুঁজে বার করা খুবই কঠিন। ২৭ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন @rahulpassi। ক্যাপশনে তিনি লিখেছেন- “ফ্রিজটি বিক্রির জন্য, লেখা ছিল…” ফ্রিজটি খুঁজে পেতে আমার ৫ মিনিট লেগেছে। এখনও পর্যন্ত হাজার হাজার লাইক এবং শত শত রিটুইট করা গিয়েছে এই ছবিটি। শুধু তাই নয়, শত শত ব্যবহারকারী এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন কমেন্ট সেকশনে।

   

আরোও পড়ুন : ১৫০০ টি শূন্যপদে নিয়োগ করছে Indian Bank! কোন বিভাগে আবেদন জানাতে পারবেন আপনি? দেখুন

হাল না ছেড়ে চেষ্টা করে গেলে অবশ্যই ফ্রিজটি খুঁজে পাবেন আপনি। যারা চেষ্টা করে তারা কখনো হারে না। তাই চেষ্টা চালিয়ে যান। ফ্রিজ যদি এখনও খুঁজে না পান তাহলে ছবির প্রতিটি কোণ এবং জিনিসপত্র খুব ভালোভাবে লক্ষ্য করুন। কয়েক মিনিটের মধ্যে আপনি ফ্রিজটি খুঁজে পাবেন। তারপরও যদি কোনো ফ্রিজ খুঁজে না পান, তাহলে আপনি ভীষন চঞ্চল মনের মানুষ।

navbharat times 94507487

কিংবা ফোকাসের অভাব রয়েছে। প্রথম বার এই ছবি ভাইরাল হলো তা নয়। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসেই একটি ফেসবুক পেজ থেকে এই ছবি শেয়ার করা হয়। তিনি ক্যাপশনে লিখেছেন, এই ফ্রিজটি বিক্রয়ের জন্য। সেই পোস্ট প্রচুর লাইক পায়। প্রায় আড়াই হাজারের বেশি শেয়ার করা হয়। কিন্তু সহজে ফ্রিজ খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর