প্রথম দর্শনে কী দেখতে পাচ্ছেন ছবিতে? আপনার উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান প্রজন্মের কাছে অপটিক্যাল ইলিউশন অত্যন্ত জনপ্রিয় একটি খেলা হয়ে উঠেছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বেশ ভাইরালও হচ্ছে। এই ধরনের মজার অপটিক্যাল ইলিউশন সমাধান শুধু মজারই নয়, মস্তিস্ক ও দৃষ্টিশক্তি পরীক্ষার একটি সেরা মাধ্যমও বটে।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি

অনেকটা ধাঁধার মতো এই ধরনের দৃষ্টিভ্রম ছবি-ভিডিও। আবার একটি নির্দিষ্ট ছবি বা ভিডিওর অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলার উত্তর ভিন্ন ভিন্ন হয়ে থাকে ব্যক্তিবিশেষে। বেশকিছুদিন আগে ব্রাইড সাইডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) প্রকাশ করা হয়।

আরোও পড়ুন : চিংড়ি-মটন থেকে পাটিসাপটা, বিয়েকেও ছাপিয়ে গেল শ্বেতা-রুবেলের রিসেপশনের মেনু

সেখানে একটি ছবি সামনে রেখে জানতে চাওয়া হয় দর্শক ছবিটিতে প্রথম দৃষ্টিতে কী দেখতে পাচ্ছেন? কেউ বলেছেন ছবিটি আসলে একটি ব্যাঙের, আবার কারোর কারোর মতে ছবিটিতে প্রথম দেখাতে তারা একটি ঘোড়াকে দেখতে পেয়েছেন। আপনি এই ছবিটিতে তাকিয়ে প্রথমে কোন প্রাণী দেখতে পাচ্ছেন সেটির উপর নির্ভর করে আপনার সম্পর্কে বলা যেতে পারে অনেক কিছু।

Optical Illusion for human

• যদি ছবিটিতে একটি ব্যাঙ দেখতে পান: ছবিটির দিকে তাকিয়ে প্রথমে যদি একটি ব্যাঙ দেখতে পান তাহলে আপনি সরল ও সৎ ব্যক্তিত্বের মানুষ। ছবিটির দিকে তাকিয়ে প্রথমে কেউ যদি একটি ব্যাঙ দেখতে পান তাহলে তারা অন্যদের সাথে সর্বদা সৎ থাকার চেষ্টা করেন। আত্মবিশ্বাসী, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষ হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা।

Optical Illusion for human

• যদি ছবিটিতে একটি ঘোড়া দেখতে পান: ছবিটির দিকে তাকিয়ে যদি প্রথমে একটি ঘোড়া দেখতে পান তাহলে সমালোচনামূলক স্বভাবের মানুষ আপনি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার  পর্যালোচনা করেন নিজের মধ্যে। বিশ্লেষণাত্মক স্বভাব রয়েছে আপনার। পাশাপাশি পরিস্থিতি ও অবস্থান অনুযায়ী নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আপনার মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর