Optical Illusion: 55 নম্বরের ভিড়ে লুকিয়ে আছে এক ভিন্ন সংখ্যা!১৫ সেকেন্ডে খুঁজে বার করাই চ্যালেঞ্জ

বাংলাহান্ট ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। ছোট থেকে বড়, এই ধরনের খেলায় মেতে উঠছেন সবাই। অপটিক্যাল ইলিউশন শুধুমাত্র একটি খেলা নয়, আপনার ইন্দ্রিয়ের শক্তি পরীক্ষা করার জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ উপায়। বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন আজকাল আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মাধ্যমে।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার খেলা

মজার মজার সেই ধাঁধা থেকে সঠিক উত্তর খুঁজে বার করাটাই একটা বড় চ্যালেঞ্জ। আজ আমরা এমন একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আপনাদের জন্য নিয়ে এসেছি যেটি প্রথম দেখাতে খুব সহজ মনে হতে পারে। তবে জিনিয়াস ব্যক্তি ছাড়া এই ধাঁধার সমাধান কেউ করতে পারবেন না। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে রয়েছে অসংখ্য 55 নম্বর।

আরোও পড়ুন : আন্দোলনের মাঝেই নবান্নে মুখ্যমন্ত্রীর মুখোমুখি ঋতাভরী! মমতাকেই সমর্থন ইশার, নায়িকা যা বললেন…

তবে আপনাদের বলে রাখি এই অসংখ্য 55 নম্বরের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি অন্য সংখ্যা। আপনাদের কাজ হবে সেই ভিন্ন সংখ্যাটিকে চিহ্নিত করা। এই ধাঁধাটি সমাধানের জন্য পাবেন মাত্র ১৫ সেকেন্ড সময়। এই ১৫ সেকেন্ডের মধ্যে আপনাকে অসংখ্য 55 এর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে ভিন্ন নম্বরটিকে। তবে আর দেরি কীসের? 

আরোও পড়ুন : বিয়ের আগে সহবাস! এক ছেলের বাবা অগ্নিদেবকে বিয়ে করে চরম অপমানিত সুদীপা, এই জুটির বয়সের ফারাক জানেন?

এখনই লেগে পড়ুন ধাঁধার সমাধানে। আপনার ১৫ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। ১৫ সেকেন্ড অত্যন্ত মন দিয়ে ছবিটি দেখুন। আপনার চোখ ও মস্তিষ্ককে সম্পূর্ণভাবে কাজে লাগান। ১৫ সেকেন্ড সময়ের মধ্যে খুঁজে বার করুন ভিন্ন নম্বরটিকে। ১৫ সেকেন্ডের মধ্যে আপনি যদি ভিন্ন নম্বরটি চিহ্নিত করতে পারেন তাহলে আপনি এই খেলায় জয়ী হয়েছেন।

Optical Illusion

তবে আপনি যদি ধাঁধাটির সমাধানে ব্যর্থ হন তাহলে নিরাশ হবেন না। নিচের ছবিতে আমরা ভিন্ন নম্বরটিকে মার্ক করে দেখিয়েছি। এই ধরনের আরো মজাদার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) আমরা নিয়ে আসব আগামী দিনে। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের সাথে এই ধরনের খেলায় মেতে উঠুন আর পরীক্ষা করুন ইন্দ্রিয় শক্তি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর