Optical Illusion: সময় মাত্র ৬ সেকেন্ড! খুঁজুন ভিন্ন ধরনের কলার ছড়াটিকে, তাহলেই আপনি জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : আমাদের চোখ এবং মস্তিষ্ককে ধোঁকা দেওয়ার একটি চমৎকার কৌশল হল অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এই ছবি বা ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হয় যে, খালি চোখে আমরা যা দেখি আদৌ তা সঠিক কিনা তার ওপর সন্দেহ থেকে যায়। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) সমাধান করা মানে মস্তিষ্কের ব্যায়াম করা।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধার সমাধান

মানসিক এবং চাক্ষুষ তীক্ষ্ণতা নির্ধারণের জন্য দুর্দান্ত এক প্রক্রিয়া হল অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। অপটিক্যাল ইলিউশন পাজলগুলি নেটিজেনদের মধ্যে আজকাল দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের সমস্যা সমাধান করতে সকলেরই বেশ ভালো লাগে। আসলে মস্তিষ্কের খেলা আর চোখে ধাঁধা লাগানো বিষয় কার না পছন্দের। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, তার মধ্যে ৫৪ টি কলার ছড়া দেখা যাচ্ছে।

আরোও পড়ুন : বিশ্বসেরা এই ১০ সুন্দর শিশুকে চেনেন? সৌন্দর্য দেখে চোখে লাগবে ধাঁধা

তাদের মধ্যে একটি কলার ছড়া কিন্তু অন্যগুলির থেকে আলাদা। পাঠকদের জন্য চ্যালেঞ্জ হল, মাত্র ৬ সেকেন্ডের মধ্যে চিহ্নিত করতে হবে ভিন্ন ধরনের কলার গুচ্ছ। যদি পারেন, তাহলে আপনার বুদ্ধিমত্তার তারিফ করতে হয়। আপনার সময় শুরু এখন। ছবিটি খুব ভালো করে দেখুন এবং সাবধানে উপলব্ধি করুন। আপনি কি ভিন্ন ধরনের কলার ছড়া চিহ্নিত করতে পেরেছেন? এই অপটিক্যাল ইলিউশনটি (Optical Illusion) কিন্তু বেশ সহজ। এক পলকেই দেখে ফেলতে পারেন ভিন্ন কলার ছড়াটি।

find the different banana solved

অবশেষে দেখতে দেখতে ৬ সেকেন্ড কেটেও গিয়েছে। এবার বলুন, আপনারা কতজন সফলভাবে ভিন্ন ধরনের কলার ছড়া খুঁজে পেয়েছেন? যারা সফলভাবে ভিন্ন ধরনের কলার ছড়া খুঁজে পেয়েছেন, তাদের অভিনন্দন। আপনার দৃষ্টিশক্তি যে প্রখর, তা বলাই বাহুল্য। তবে যারা খুঁজে পাননি তাদের জন্য অবশ্যই সমাধানটি জানিয়ে দেবো। ভালো করে দেখুন, সপ্তম কলামের মাঝখানে ভিন্ন কলার ছড়াটি রয়েছে। ওই কলার ছড়ায় তিনটির বদলে দুটি কলা রয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর