Optical Illusion : লাল বৃত্তের মধ্যেই আছে একটি নম্বর! ৭ সেকেন্ডে উত্তর দিতে পারলেই জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) অনেক রকম খেলা রয়েছে। তবে প্রত্যেকটি খেলাতেই প্রয়োজন হয় ধৈর্য শক্তির। ধৈর্য শক্তির সাথে চোখ ও মস্তিষ্কে প্রখরতা সমানভাবে দরকার এই ধরনের ধাঁধার সমাধান করার জন্য।

অপটিক্যাল ইল্যুশনয়ের (Optical Illusion) মজার ধাঁধা

পূর্বের কয়েকটি প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে এসেছি। নিচে আপনারা একটি লাল রঙের বৃত্ত দেখতে পাচ্ছেন। প্রথম দেখাতে এটি সাধারণ কোনও বৃত্ত মনে হতে পারে। তবে যারা প্রখর দৃষ্টি শক্তির অধিকারী তারা এই লাল বৃত্তের মধ্যে দেখতে পাবেন একটি নম্বর।

আরোও পড়ুন : গোটা বিশ্ব একাই তোলপাড় করে দেবে আদানি গ্রুপ! হাতে এল এই বড় কোম্পানি, এবারে হবে আসল খেলা

সেই নম্বরটি খুঁজে বার করার জন্য পাবেন ৭ সেকেন্ড সময়। এই ৭ সেকেন্ড সময়ের মধ্যে লাল বৃত্তের মধ্যে থাকা নম্বরটি চিহ্নিত করতে পারলে নিঃসন্দেহে আপনার চোখ ও মস্তিষ্কের প্রখরতা প্রশংসনীয়।আপনার ৭ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। এই সময়ের মধ্যে ভালো করে তাকিয়ে থাকুন লাল বৃত্তটির দিকে। লাল বৃত্তের মধ্যে আপনি দেখতে পাবেন একটি নম্বর।

আরোও পড়ুন : সেরিব্রাল পালসিকে দূরে সরিয়ে রেখে প্যারাঅলিম্পিক্সে ইতিহাস গড়লেন প্রীতি! ১০০ মিটার রেসে জিতলেন ব্রোঞ্জ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @quiz_riddles অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। লাল বৃত্তের ছবির সাথে ক্যাপশনে লেখা হয়, “চোখের পরীক্ষা। আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন?” লাল বৃত্ত সহ একটি সাদা পটভূমি রয়েছে এই ছবিতে। সেই বৃত্তের মধ্যে অনেকে বিভিন্ন রকম সংখ্যা দেখতে পাচ্ছেন। তবে সব থেকে অবাক করে দেওয়া কথা হল বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম উত্তর দিয়েছেন।

untitled design 2024 08 28t120858.621 2024 08 080f932974997734633b6507ca2402a1

তবে অধিকাংশ মানুষ বলেছেন এই লাল বৃত্তের মধ্যে তারা দেখতে পেয়েছেন 38 নম্বরটি। অনেকে আবার 38 এবং 88 সংখ্যার মধ্যে গুলিয়ে ফেলছেন। অনেকেই অনুমান করেছে 731 সংখ্যাটি। তাহলে বুঝতেই পারছেন এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলাটি কতটা চ্যালেঞ্জিং। আপনিও আপনার বন্ধুবান্ধবদের সাথে খেলতে পারেন এই খেলা। তাদের সাথে আপনার উত্তর একবার মিলিয়ে নিন সবশেষে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর