কতটা ভালোবাসেন কুকুরকে? ৮ সেকেন্ডের মধ্যে এই ধাঁধার সমাধান করলেই জানতে পারবেন

বাংলাহান্ট ডেস্ক : আজকাল বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরাও বিভিন্ন প্রতিবেদনে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধা নিয়ে আসছি আমাদের পাঠকদের জন্য। আজকের প্রতিবেদনে আমরা একটি মজার অপটিক্যাল ইলিউশন নিয়ে এসেছি।

মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)

বিশেষ করে যারা কুকুর ভালবাসেন তাদের জন্য এই অপটিক্যাল ইলিউশনটি (Optical Illusion) আরো বেশি মজার হতে চলেছে। আজকের প্রতিবেদনে যে ছবিটি রয়েছে তাতে অসংখ্য ডালমেশিয়ানকে দেখা যাচ্ছে। প্রত্যেকটি ডালমেশিয়ানের গায়ে রয়েছে কালো ছোপ। তবে এই অসংখ্য কুকুরের মধ্যে একটি ডালমেশিয়ান রয়েছে যার গায়ে কোনও কালো ছোপ নেই।

আরোও পড়ুন : ‘কুইন্টাল কুইন্টাল’ বিতর্ক অতীত! এবার ত্রিশূল হাতে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় হাঁটলেন রচনা

আপনাদের কাজ হবে ৮ সেকেন্ডের মধ্যে সেই ডালমেশিয়ানকে খুঁজে বার করা। শুনতে যতটা সহজ লাগছে, কাজটা কিন্তু ততটাও সহজ নয়। এই ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধানের জন্য চাই তীক্ষ্ণ দৃষ্টি শক্তি। এছাড়াও প্রয়োজন হয় মানসিক স্থিরতার। যদি আপনার মানসিক স্থিরতা না থাকে তাহলে এই ধরনের খেলায় বেশিদূর অগ্রসর হতে পারবেন না।

আরোও পড়ুন : ‘পরিণীতা’র ধাক্কায় এলোমেলো Zee এর সব স্লট, কোন কোন সিরিয়ালের সময় বদলালো?

আপনার ৮ সেকেন্ড সময় শুরু হয়ে গেছে। এই ছবিটির প্রত্যেকটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করুন। সমস্ত বাহ্যিক চিন্তা দূর করে নিন আগে। তারপর আপনার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে প্রয়োগ করুন ছবিটির উপর। ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করুন প্রতিবেদনের ছবিটি। আপনি যদি ৮ সেকেন্ডের মধ্যে কালো ছোপবিহীন ডালমেশিয়ানকে শনাক্ত করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন উচ্চ আইকিউ লেভেলের ব্যক্তি।

Optical Illusion

তবে এই ৮ সেকেন্ডের মধ্যে যদি সেই কুকুরটিকে খুঁজে বার করতে ব্যর্থ হন, তাহলে আপনি এই খেলায় পরাজিত হয়েছেন। চিন্তা করবেন না। অন্য আরেকটি ছবিতে আমরা মার্ক করে সঠিক উত্তরটিকে চিহ্নিত করে দিয়েছি। যদি এই খেলাটি ভালো লাগে তাহলে অপটিক্যাল ইলিউশনটি (Optical Illusion) শেয়ার করুন বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সাথে।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর