বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চ্যালেঞ্জিং গেম। একটি আসল হাতঘড়ি এবং একটি খেলনা হাতঘড়ির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে। দুটি হাত ঘড়ির ছবি রয়েছে। মাত্র আট সেকেন্ডের মধ্যে কোন ঘড়িটি খেলনা ঘড়ি আর কোনটি আসল ঘড়ি, সেটা খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটি বেশ কঠিন।
ঘড়ির মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)
১০০ জনের মধ্যে মাত্র একজন নির্দিষ্ট সময়ের মধ্যে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) এই মজার খেলার সমাধান করতে সক্ষম হয়েছেন। তাহলে আর দেড়ি কেন, কোন ঘড়িটি আসল তা খুঁজে বের করার চেষ্টা করুন। এই ঘড়িগুলির মধ্যে একটি আসল এবং অন্যটি একটি খেলনা ঘড়ি। বলতে পারবেন কোন ঘড়িটি আসল?
আরোও পড়ুন : বেকারদের জন্য সুখবর! ৫০০ শূন্য পদে নিয়োগ Union Bank’এ! মাস গেলে মিলবে ১৫ হাজার টাকা
অনেকেরই এটি একটি সোজা প্রশ্ন বলে মনে হতে পারে। কিন্তু একটি লুকানো পার্থক্য রয়েছে এই অপটিক্যাল ইলিউশনে (Optical Illusion)। সূক্ষ্ম পার্থক্যগুলি সন্ধান করে কোন ঘড়িটি আসল তা খুঁজে বের করতে হবে। আসল ঘড়িটির এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, যা ওই ঘড়িটিকে নকল ঘড়ির থেকে আলাদা করে।
আরোও পড়ুন : তিন দশক পেরিয়েও একই রকম ক্রেজ, ভারতে ফের মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’
ছোটখাটো সূক্ষ্মতা পর্যবেক্ষণ করতে পারলেই সনাক্তকরণ সহজ হয়। তাহলে আট সেকেন্ডের মধ্যে উত্তর দিতে না পারলে দেখে নিন এই ধাঁধার আসল উত্তর। এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) উত্তর হল, খেলনা ঘড়ির একটি বড় কাঁটা রয়েছে। অন্যদিকে আসল ঘড়িটির সেই কাঁটাটি ছোট।
এই দুর্দান্ত অপটিকাল ইলিউশন (Optical Illusion) সোশ্যাল মিডিয়ায় (Social Media) দারুন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। আপনি এই ধাঁধাটি সমাধান করতে পারেন কিংবা না পড়ুন অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, কার বুদ্ধিমত্তা (Intelligence) কিংবা দৃষ্টিশক্তির জোর সবচেয়ে বেশি।