বাংলাহান্ট ডেস্ক : অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মাধ্যমে নিজের চোখ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা একটু ঝালিয়ে নেওয়া যাক। শামুকের ভিড়ের মধ্যে থেকে একটি গোলাপ ফুল খুঁজে বের করতে হবে আপনাকে। যদি পারেন তাহলে তো কোন কথাই নেই। তবে পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে এই গোলাপ ফুলটি। আর যদি না পারেন? আসলে না পারলে কোন ব্যাপারই না।
অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মস্তিষ্কের ব্যায়ামের পাশাপাশি বেশ মজাদার একটি খেলা।
চোখের সামনে অনেক কিছুই থাকে। কিন্তু কোন কোন সময় সেই সব জিনিস আমরা দেখেও দেখি না। অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দিয়ে আমরা দেখি না। সেই কারণেই আমাদের নজর এড়িয়ে যায় অনেক কিছুই। দৃষ্টি-ধাঁধার খেলায় হারজিত থাকবেই। কিন্তু সফল হলে আপনি হবেন অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) চ্যাম্পিয়ান। এই ছবিতে অনেকগুলি শামুক দেখতে পাচ্ছেন।
আরোও পড়ুন : এবার স্টাইলের সাথে পাল্টাবে স্বাস্থ্যও! হাতে পড়ুন Samsung galaxy রিং, তারপরেই হবে বাজিমাত
এই শামুকগুলি হেঁটে বেড়াচ্ছে একটি মাঠের মধ্যে। পুরো ছবিটাই অবশ্যই অ্যানিমেশনে। গোলাকার অংশ নিয়ে আঁকা রয়েছে প্রত্যেকটি শামুকের খোলা। আর সেই সমস্ত শামুকের মাঝেই রয়েছে একটি গোলাপ ফুল। আপনাকে সেই গোলাপ ফুল খুঁজে বের করতে হবে। কতকগুলি কালারফুল শামুকের মধ্যে একটি গোলাপ ফুল খুঁজে বের করা, নেহাতই মুখের কথা নয়।
৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস। খুঁজে পেলেন? আর যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে দেখুন, শামুকের ভিড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে গোলাপ ফুল। ছবিটির একটু বাঁ দিক চেপে দেখুন সব মিলিয়ে পাঁচটি শামুক রয়েছে। ওই পাঁচটি শামুকের মধ্যেই রয়েছে একটি গোলাপ ফুল। দেখতে পেলেন তো লাল রঙের গোলাপকে?