শত শত কচ্ছপের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি সাপ, ১০ সেকেন্ডে খুঁজে বার করার চ্যালেঞ্জ নেবেন নাকি?

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে ফের একবার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ফিরে এসেছে আমাদের মধ্যে। ছোটবেলায় আমরা অনেকেই সংবাদপত্র বা ম্যাগাজিনে অপটিক্যাল ইলিউশনের খেলায় মেতে উঠেছি। অপটিক্যাল ইলিউশন শুধুমাত্র নিছক বিনোদনমূলক খেলা নয়, মন ও দৃষ্টিশক্তি পরীক্ষা করার একটি শ্রেষ্ঠ মাধ্যমও বটে।

মজার অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)

আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জন্য তেমনই একটি মজাদার অথচ কঠিন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে এসেছি। আজকের অপটিক্যাল ইলিউশনের ছবিটিতে আপনারা বিভিন্ন রঙের অসংখ্য কচ্ছপ দেখতে পাচ্ছেন। তবে মজার বিষয় হল এই অসংখ্য কচ্ছপের মধ্যে লুকিয়ে রয়েছে একটি সাপ। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আপনাদের এই সাপটিকে খুঁজে বার করতে হবে।

আরোও পড়ুন : সারেগামাপা ফাইনালের লড়াইয়ে মুখোমুখি অতনু-অনীক-আরাত্রিকা, দুই “বিস্ময় বালক”কে টক্কর দিতে পারলেন বাঁকুড়ার মেয়ে?

এই খেলার সমাধানের জন্য প্রয়োজন হবে ধৈর্য শক্তির। আপনাদের বিভ্রান্তি দূর করতে কিছু পরামর্শ দিচ্ছি এবার। ১০ সেকেন্ডের জন্য যাবতীয় চিন্তাভাবনা মন থেকে দূর করে দিন। তারপর তীক্ষ্ণভাবে ছবিটির প্রত্যেকটি অংশ পরীক্ষা করুন। রংবেরঙের কচ্ছপের মধ্যে দৃষ্টিশক্তি বিভ্রান্ত করে ফেললে মুশকিল। মনকে শান্ত রেখে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি দিয়ে পরখ করে দেখুন ছবিটি।

আরোও পড়ুন : শীতের খেলা শেষ, ঝেঁপে আসবে বৃষ্টি? আগামীকালের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর

আপনার ১০ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। এই সময়ের মধ্যে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে বার করার চেষ্টা করুন। ছবিতে যে কচ্ছপগুলি রয়েছে তাদের সরু গলা বেরিয়ে আছে খোলসের সামনের অংশ দিয়ে। তবে আপনার বাম দিকের নিচের অংশে একটি কচ্ছপ রয়েছে যার খোলসের পিছন দিক থেকে সরু গলা যুক্ত একটি প্রাণীকে দেখা যাচ্ছে।

Optical Illusion of snake

এটিই হল ছবির মধ্যে লুকিয়ে থাকা সেই সাপটি। যদি ১০ সেকেন্ডের মধ্যে আপনি এই সাপটিকে চিহ্নিত করতে পারেন তাহলে আপনার দৃষ্টিশক্তিকে প্রশংসা করতেই হয়। মজার এই অপটিক্যাল ইলিউশনটি (Optical Illusion) আপনারা শেয়ার করে নিতে পারেন বন্ধুদের সাথেও। মজার এই অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে পরখ করে নিতে পারেন অন্যদের দৃষ্টিশক্তিও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর