Optical Illusion: এই ছবিতে এতগুলি 14’র মধ্যে রয়েছে 41, খুঁজে পেলেই বাজিমাত!

বাংলাহান্ট ডেস্ক : অনেক ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। এমন ছবি দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয় মানুষের। এই ছবিগুলি দেখে সঠিক উত্তর দিতে বেশ বেগ পেতে হয়। কারণ উত্তর হয় খুব কঠিন। এই ছবি সম্পর্কিত প্রশ্নগুলোর সঠিক উত্তর দেন মাত্র এক শতাংশ মানুষ।

আজ আপনাদের জন্য রইল একটি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।

এই ভাইরাল ছবিটি ভালো করে লক্ষ্য করুন। বলুন তো কোথায় 14 এর মধ্যে 41 লেখা আছে? এমনকি তীক্ষ্ণ মনের মানুষও এই ছবি দেখে প্রথমে ভিরমি খাবেন। সহজেই সঠিক উত্তর দিতে পারবেন না। তবুও দেখাই যাক কে খুঁজে বের করতে পারেন যে, এই ছবিতে কোথায় 41 লেখা আছে। নিজের বা অন্য কারো আইকিউ লেভেল পরীক্ষা করতে এই ছবির জুড়ি মেলা ভার।

   

আরোও পড়ুন : এক লাফে রেকর্ড পতন! দাম কমতেই মুরগির মাংসের দোকানের সামনে পড়ল লম্বা লাইন

এই ছবিটা দেখে আদতে স্বাভাবিক মনে হলেও, এর মধ্যে লুকানো সংখ্যাগুলো খুঁজে বের করা কিন্তু ভীষণ কঠিন। ভালো করে বুদ্ধি খাটাতে পারলেই তবেই মিলবে উত্তর। এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ছবিতে 14 এর মধ্যে 41 লেখা আছে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে এই এতগুলো 14-র মধ্যে কোথায় 41 লেখা আছে। ১৫ সেকেন্ডের মধ্যে যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি কিন্তু জিনিয়াস।

optical illusion 53abb30707b70618edff389d5c362d36

তবে খুঁজে না পেলেও চিন্তা করবেন না। কারণ অনেকেই সঠিক উত্তর দিতে পারেননি। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মস্তিষ্ক এবং চোখের জন্য একটি দারুন ব্যায়াম। যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে বলাই ভালো, আপনার মস্তিষ্ক এবং চোখ দুটোই খুব তীক্ষ্ণ। ছবিটির উপরের দিক থেকে গুণে ঠিক ছ নম্বর লাইনে দেখুন। ছবিটির ওই লাইনে মাঝখান থেকে কিছুটা বাঁদিকে তাকালেই দেখতে পাবেন 14-র মধ্যেই লেখা রয়েছে 41।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর