এই ছবিতে লুকিয়ে আছে 569, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি সুপার জিনিয়াস

বাংলাহান্ট ডেস্ক : দৃষ্টিবিভ্রম! কথাটার সাথে আমরা সবাই কম বেশী পরিচিত। ইংরেজিতে যাকে বলে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। বিভিন্ন ধরনের ম্যাগাজিন থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মেও আজকাল অপটিক্যাল ইলিউশনের খেলা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ একটা ছবির মধ্যে অন্যরকম কী রয়েছে সেটা খুঁজে বের করাই এই খেলার মূল উদ্দেশ্য।

আজকের প্রতিবেদনেও তেমনই একটি মজার খেলা রয়েছে সকলের জন্য। অনেকগুলো একই নম্বরের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে ভিন্ন নম্বরটিকেই। তবে অসংখ্য 559 নম্বরের মধ্যে লুকিয়ে থাকা 569 নম্বরটিকে মাত্র ১০ সেকেন্ডে আলাদা করতে পারাটাই আসল চ্যালেঞ্জ। ১০ সেকেন্ডের মধ্যে যদি আপনি তা খুঁজে বের করতে পারেন তাহলে আপনি এই চ্যালেঞ্জটি জিতে গেছেন।

   

এখন, প্রশ্ন হল আপনি কি পারলেন কি পাঁচ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে 569 নম্বরটিকে? আসলে অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধা গুলি সমাধান করতে প্রয়োজন হয় প্রচন্ড বুদ্ধিমত্তার। আবার সেরকমই আপনি যদি রোজ এই ধাঁধাগুলোর সমাধান করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার বুদ্ধিমত্তা এবং মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি পাবে।

559 ans 6462fd05ab68c45641674 500

আপনি যদি এই ছবিতে খুব খুঁটিয়ে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন ছবিতে 569 নম্বরটিও লুকিয়ে আছে। ৯ নম্বর কলাম আর ১১ নম্বর রো যেখানে একসঙ্গে মিলিত হচ্ছে সেইখানেই আছে 569 নম্বরটিও। আপনি খুঁজে বের করতে পারলে আপনাকে কনগ্রাচুলেশন তবে না পারলেও দুঃখ করার কিছু নেই। তবে, আপনাকে সাহায্য করার জন্য আমরা নাহয় উত্তরটা বলেই দিলাম।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর