বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়া অত্যন্ত প্রভাব বিস্তারকারী একটি মাধ্যম। বিভিন্ন ছবি, ভিডিও, কনটেন্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই রয়েছেন যারা অবসর সময়ের বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন সোশ্যাল মিডিয়াকে। তবে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ জনপ্রিয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।
অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধা
এই ধরনের ধাঁধা যারা সমাধান করতে পারেন তারা সাধারণ ব্যক্তি নন। তীক্ষ্ণ বুদ্ধি ও দৃষ্টিশক্তি না থাকলে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধা সমাধান সম্ভব নয়। আজ আমরা আপনাদের জন্য একটি ছবি নিয়ে এসেছি। এই ছবিতে অসংখ্য ‘ADVICE’ লেখা শব্দ দেখা যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি এই ছবিতে রয়েছে একটি বড় ভুল।
আরোও পড়ুন : সহজ নয় রাস্তা! এই ৩ টি সমীকরণ মিললেই WTC ফাইনালে পৌঁছবে ভারত, জানুন বিস্তারিত
আপনাদের কাজ হবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে সেই ভুলটিকে চিহ্নিত করা। এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান করার জন্য শুধু বুদ্ধি খাটালে হবে না। দরকার হবে মানসিক ক্ষমতার। প্রথমে আপনার মনকে বাহ্যিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে নিন। তারপর শান্ত মন দিয়ে এই ছবির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খুঁটিয়ে পরীক্ষা করুন।
আরোও পড়ুন : সাবধান! আসছে Digital Arrest! মুহুর্তেই নিঃস্ব করে দিতে পারে আপনাকে! জানেন ব্যাপারটা ঠিক কী?
যদি আপনার মধ্যে স্থিরতা থাকে তাহলে আপনি নিঃসন্দেহে এই খেলায় জয়লাভ করবেন। ভালো করে ছবিটি নিরীক্ষণ করুন। মনকে শান্ত করে দৃষ্টিশক্তিকে সজাগ করার চেষ্টা করুন। যদি আপনার দৃষ্টি শক্তি ও মানসিক সক্ষমতা থাকে তাহলে আপনি এই খেলায় নিঃসন্দেহে বিজয়ী হবেন।
যদি ৫ সেকেন্ডের মধ্যে আপনি ভুল চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি পরাজিত হয়েছেন। আপনাদের জন্য সঠিক উত্তরটি এবার বলে দেওয়া যাক। আপনার বাঁ দিক থেকে চতুর্থ রো’তে যান প্রথমে। তারপর সপ্তম লাইনে লক্ষ্য করুন। সেখানে লেখা রয়েছে ‘ADVISE’। অসংখ্য ‘ADVICE’-র মধ্যে ‘ADVISE’ শব্দটি আসলে ভুল।