বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেকেই থাকেন যাঁরা নিয়মিতভাবে বিভিন্ন কঠিন ধাঁধার সমাধান করতে অত্যন্ত পছন্দ করেন। এমনকি, ধাঁধাঁ সমাধান রীতিমতো অভ্যাসে পরিণত হয় তাঁদের। পাশাপাশি, এগুলি সমাধানের ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। এদিকে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আমরা বিভিন্ন ধরণের ধাঁধা এবং ছবি দেখতে পাই। মূলত, ওই ছবিগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়। কারণ, সেগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ দৃষ্টিভ্রমের মাধ্যমে “চোখে ধোঁকা” দিয়ে অবাক করে দেয় আমাদের সবাইকেই।
এদিকে, বর্তমানে নেটমাধ্যমে এইরকম হাজার হাজার ছবি প্রতিদিন সামনে আসে। ওই ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। এমতাবস্থায়, সেগুলিকে খুঁজে পেতেই রীতিমতো কালঘাম ছুটে যায় সবার। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলির সঠিক সমাধান করা এতটাই কঠিন হয়ে পড়ে যে ৯৯ শতাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।
যদিও, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ছবিগুলিকে নির্ভুলভাবে সমাধান করার ক্ষেত্রে মেলে মানসিক প্রশান্তিও। এদিকে, সম্প্রতি আরও একটি এমনই ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেখানে একটি বিড়ালকে খুঁজে যেতে ব্যস্ত হয়ে পড়েছেন নেটাগরিকরা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে সেই ছবিটি সমাধান করার জন্য আমরা সেটি উপস্থাপিত করছি পাঠকদের সামনে।
খুঁজে বার করতে হবে ছবিতে থাকা বিড়ালটিকে: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি জঙ্গলের ছবি দেখা গিয়েছে। আর ওই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল। সেটিকে খুঁজে বার করতে পারলেই কিন্তু সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও একবার ওই বিড়ালটিকে খুঁজে দেখার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে সেটিকে। তবে, শেষপর্যন্ত যদি আপনি বিড়ালটিকে খুঁজে না পান সেক্ষেত্রে মন খারাপ করবেন না। কারণ, আমরা সেটির সঠিক অবস্থানটি জানিয়ে দিচ্ছি।
এইখানে লুকিয়ে রয়েছে বিড়ালটি: ছবিটি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বিড়ালটিকে খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে। মূলত, জঙ্গলের মধ্যে গাছের আড়ালেই নিজেকে লুকিয়ে রেখেছে বিড়ালটি। আপনি যদি ছবিটির একদম মাঝখানটি লক্ষ্য করেন সেক্ষেত্রে বিড়ালটিকে দেখতে পাবেন। আমরা সেটির অবস্থানটি ভালোভাবে বোঝানোর জন্য লালবৃত্তের মাধ্যমে বিড়ালটিকে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই যদি আপনি ১০ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে পেতে সমর্থ হন সেক্ষেত্রে আপনি সত্যিই একজন জিনিয়াস। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।