ওরাল সেক্স নিয়ে নানারকম মতামত এবং একাধিক ঝুঁকিপূর্ণ সমস্যার কথা জানান একাধিক চিকিতসক। তাদের মতে ওরাল সেক্স মোটেও নিরাপদ নয়। কেননা যদি সঙ্গীর শরীরে সেই জীবাণু বাসা বেধে থাকে তবে সেই ক্ষেত্রে মারাত্মক বিপদ ধেয়ে আসছে আপনার দিকে। সঙ্গীর শরীরে থাকা হিউম্যান প্যাপিলমা ভাইরাস আপনার শরীরে ক্যান্সারের অনুপ্রবেশ ঘটাতে পারে।
যেটার ফলস্বরুপ মুখে হতে পারে ক্যান্সার। দিনের পর দিন এই জীবাণুর সম্পর্কে অবগত না থাকার ফলে মৌখিক যৌন সংযোগে লিপ্ত হলে এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন । আর একাধিক ব্যাক্তির সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ক্ষেত্রে এই অসুখের প্রবণতা খানিকটা আরও বেড়ে যায়। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে এই রোগ খুবই সীমিত সংখ্যক মানুষদের ক্ষেত্রে ঘটে থাকে , তবে এই রোগের প্রকোপে পরতে পারে যে কেউ। তাই আগে থেকে সচেতন হওয়া জরুরী ।কিছু উপসর্গের মাধ্যমে বোঝা সম্ভব সঙ্গীর শরীরে এই রোগ বাসা বেঁধেছে । যদি ওড়াল সেক্সের অভ্যাস থাকে আর সেই ক্ষেত্রে কাশির সময় রক্ত বেরোনো, গলার কোন অংশ ফুলে যাওয়া , বা গলায় ঢোক গিলতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন ডাক্তার দেখানো। সঠিক চিকিৎসা এবং সঠিক সময়ে চিকিতসা শুরু হলে এই রোগ নিরাময় করা সম্ভব। এমনকি যদি অপারেশন করার প্রয়োজন পরে সেই ক্ষেত্রে অপারেশন করে নেওয়াই সঠিক সিদ্ধান্ত।
এমনকি কেমোথেরাপির মাধ্যমেও এই রোগের চিকিৎসা করা সম্ভব। আর নিজেকে এই বিপদ থেকে এড়িয়ে চলার জন্য সতর্ক থাকা দরকার। আর কিছুক্ষেত্রে নিজের সঙ্গীর স্বাস্থ্য সম্পরকে অবগত থাকা প্রয়োজন। একাধিক বার যৌন মিলনে লিপ্ত হওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে বারংবার যৌন সঙ্গী বদল করা একটা ভুল সিদ্ধান্ত। নিজেকে সুস্থ রাখতে একজন ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা আবশ্যক।