এক ঘন্টা দেরিতে পৌঁছেছে অর্ডার! ডেলিভারি বয়কে তিলক কেটে বরণ করে স্বাগত জানালেন গ্রাহক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের দৈনন্দিন ব্যস্ততার জীবনে অনেকেই মোবাইলের একটা ক্লিকে নিজের পছন্দের খাবার অর্ডার করে নেন। যা সরাসরি ডেলিভারি বয়দের (Delivery Boy) দৌলতে পৌঁছে যায় বাড়িতে। তবে, নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গিয়ে খাবার দেরিতে পৌঁছে দেওয়ার কারণে প্রায়শই ডেলিভারি বয়দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন অনেকে। এমনকি, কখনও কখনও আবার তা মাত্রাও ছাড়িয়ে যায়।

তবে, এবার এক অদ্ভুত ঘটনা সামনে এল। এমনকি, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato-র একজন ডেলিভারি বয় প্রায় ঘন্টাখানেক পরে খাবার পৌঁছে দিতে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যান।

যদিও, সেই সময়ে সংশ্লিষ্ট গ্রাহক অতিরিক্ত সময় লাগার কারণে রেগে যাওয়ার পরিবর্তে বরং সেই ডেলিভারি বয়কে সাদর অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, তাঁকে বরণ করে তাঁর কপালে চন্দনের ফোঁটাও লাগিয়ে দেন ওই গ্রাহক। এমনকি, সেই সময়ে তিনি “আইয়ে আপকা ইন্তিজার থা” গানটিও গাইতে থাকেন।

এমতাবস্থায়, এই কান্ড দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান ওই ডেলিভারি বয়। পাশাপাশি, অপ্রত্যাশিত এই ঘটনায় অবাক হয়ে গিয়েও হেলমেট তুলে কপালে চন্দনের ফোঁটা লাগানোর বিষয়টি উপভোগ করেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিওটি ইনস্টাগ্রামে sanjeevkumar220268 নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে শুরু করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sanjeev Tyagi (@sanjeevkumar220268)

পাশাপাশি, ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “দিল্লির ট্রাফিক সত্বেও অর্ডার এসেছে, Zomato-কে ধন্যবাদ।” অর্থাৎ, মাত্রাতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণেই অর্ডারটি পৌঁছে দিতে দেরি হয়ে যায় ওই ডেলিভারি বয়ের। এদিকে, ওই ভিডিওটি দেখতে পাল্লা দিয়ে ভিড় বাড়াচ্ছেন নেটিজেনরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি লাইক করেছেন ৫ লক্ষ ৫৭ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি, ৬৫ লক্ষেরও বেশি জন ভিডিওটি দেখেছেন। সর্বোপরি, ভিডিওটি দেখে কমেন্ট মারফত নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X