নির্বাচনের মুখে বড় ধাক্কা তৃণমূলের, নন্দীগ্রাম মামলায় গ্রেফতারির নির্দেশ সবুজ শিবিরের নেতাদের

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মুখে নন্দীগ্রাম (nandigram) নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। জমি আন্দোলনের সঙ্গে যুক্তদের জামিন খারিজ করে একাধিক তৃণমূল (tmc) নেতাকে গ্রেফতারির নির্দেশ দিল হলদিয়া আদালত (haldia court)। শেখ সুফিয়ান, স্বদেশ দাস, আবু তাহেরের নাম রয়েছে সেই গ্রেফতারির তালিকায়।

নির্বাচনের মুখে নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটের মুখে কিছুটা চাপে পড়ল তৃণমূল। উত্তপ্ত বঙ্গ রাজনীতির আগুনের আঁচ আরও খানিকটা বাড়িয়ে তুলল তৃণমূল নেতাদের গ্রেফতারির পরোয়ানার নির্দেশ।

professional male lawyer judge working with contract papers documents gavel scales justice table courtroom law legal services concept 28283 1373

নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের উপর থেকে রাজ্য সরকারের মামলা তুলে নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বিজেপি নেতা ও নন্দকুমার বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারীর মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ ই মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবারও মামলা চালু করার নির্দেশ দেয়। নির্বাচনের মুখে এরকম অস্বস্তিকর পরিবেশে গ্রেয়াফতারির নির্দেশের বিষয়কে পাত্তা দিতে নারাজ শেখ সুফিয়ান।

বিজেপি নেতারা জানিয়েছেন, ‘২০০৭ সালের নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের উপর রাজ্য সরকারের মামলা তুলে নেওয়ার বিষয়টা আইন কিছুতেই মানতে পারেনি। সেই কারণেই হাইকোর্ট রায় দেওয়ার পর আবারও অভিযুক্তদের নামে গ্রেফতারির নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত’।

অন্যদিকে এবিষয়ে গ্রেফতারির তালিকায় নাম থাকা শেখ সুফিয়ান বলেছেন, ‘বিজেপি কখনই নন্দীগ্রামের এই জমি আন্দোলনকে সমর্থন করেনি। নন্দীগ্রামের মানুষ আরও একবার সেই বিষয়ে প্রমাণ পেল। আগে জমি আন্দোলনকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল সিপিএম। আর এবার বিজেপি অপমান করছে নন্দীগ্রামের মানুষদের। এভাবেই নির্বাচনের আগেই বিজেপির আসল রূপের প্রকাশ হচ্ছে’।


Smita Hari

সম্পর্কিত খবর