OMG! ফেলে দেওয়া জিনিসেই বাজিমাত! শুরু করুন ব্যবসা, ঘরে বসেই রোজগার হবে কাঁড়ি কাঁড়ি টাকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে ভারতবর্ষের কৃষিকাজ সমৃদ্ধ করেছে দেশকে। দেশের কৃষকরা বিভিন্ন পন্থা অবলম্বন করেন কৃষিকাজে। তবে কৃষিকাজের মূল উপকরণ হল সার।  বর্তমানে ব্যাপকভাবে দেশে বৃদ্ধি পেয়েছে জৈব সারের (Organic Fertilizer) চাহিদা। আপনি ঘরে বসেই জৈব সার তৈরি করে মাসে রোজগার (Income) করতে পারেন মোটা টাকা।

Organic Fertilizer

খুব অল্প টাকা বিনিয়োগ করে জৈব সার তৈরি করে বিক্রি করতে পারেন। এই ব্যবসা (Business) শুরুর জন্য বিপুল পরিমাণ মূলধনের (Investment) প্রয়োজন নেই। অল্প কিছু ফাঁকা জায়গা থাকলে সেখানেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। শাক সবজির খোসা, বিভিন্ন শুকিয়ে যাওয়া ফুল, গাছের শুকিয়ে যাওয়া পাতা ইত্যাদি প্রয়োজন হবে জৈব সার তৈরির জন্য। এছাড়াও লাগবে শুকনো গোবর অথবা ঘুঁটে।

জৈব সার (Organic Fertilizer) তৈরির পদ্ধতি:

একটি পাত্রে প্রথমে বিভিন্ন শাক সবজির খোসা, শুকিয়ে যাওয়া ফুল, গাছের পাতা ইত্যাদি রোদে শুকিয়ে নিতে হবে। বেশ কিছুদিন রোদে এভাবে রেখে দিলে সেগুলি ভালোভাবে শুকিয়ে যাবে। তারপর মিশিয়ে দিতে হবে শুকনো গোবর অথবা ঘুঁটে। এরপর সেগুলিকে ভালো করে মিশিয়ে তৈরি করে ফেলতে হবে মিশ্রণ।

আরোও পড়ুন : বড়দিনের আগেই পড়ুয়াদের জন্য বিরাট উপহার! বাংলায় চালু হল আরও এক নতুন প্রকল্প

ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন সবজি, ফুলের দোকানের সাথে। এছাড়াও হোটেল-রেস্তোরাঁর সাথে যোগাযোগ করতে পারেন। এই জায়গাগুলি থেকে আপনি সার তৈরির প্রাথমিক উপকরণগুলি পেয়ে যাবেন। জৈবসারে ব্যবহৃত চা পাতা মেশালে তার কার্যক্ষমতা আরো বৃদ্ধি পায়।

আজকাল অনেকেই জৈব সার তৈরি করে মোটা টাকা রোজগার করছেন। এক জৈব সার ব্যবসায়ীর কথায়, ছাদ বাগান করেন যারা তাদের কাছে জৈব সারের ব্যাপক চাহিদা রয়েছে। খুব কম দামে জৈব সার তৈরি করে বিক্রি করা যায়। নির্দিষ্ট ওজনের ইটের ব্লক তৈরি করে জৈব সার বিক্রি করতে পারেন। এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বৃদ্ধি করতে পারেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X