মূল্যের বিনিময়ে পুণ্যস্নান করে দেবে অন্য লোকে! এ যেন এক নতুন পেশাা, ভাইরাল ভিডিও,

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অনেক কষ্টের বিনিময়ে অর্জন করতে হয় পুণ্য। কখনও পার করতে হয় দুর্গম গিরি পথ। আবার কখনও মরুপ্রান্তর। পুণ্য লাভের আশায় অনেকেই আছেন যারা ডুব দেন কনকনে ঠান্ডা জলে। বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন বহু পুণ্যার্থী এসে ভিড় করেন বাংলার সাগর সঙ্গমে। তাঁদের বিশ্বাস পৌষ সংক্রান্তির দিন নদী বা সাগরের জলে ডুব দিলে ধুয়ে মুছে যায় সমস্ত পাপ।

কিন্তু অনেক বয়স্ক পুণ্যার্থী আছেন যারা জলে ডুব দিতে পারেন না। ঠান্ডার জন্য সমস্যা হয় তাঁদের। অনেকে ঠান্ডা জলে ডুব দিলেও পরে অসুস্থ হয়ে পড়েন। অনেকে আছেন যারা উঁচু শৃঙ্গে পুণ্য লাভের আশায় যাওয়ার জন্য পায়ের বদলে ভরসা রাখেন ঘোড়া কিংবা খচ্চরে। কেউ কেউ আবার পালকি ভাড়া করেন। কিন্তু অন্যের হয়ে ঠান্ডা জলে ঝাঁপ দিয়ে পুণ্য অর্জন করার মানুষ কি পাওয়া যায়? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও সামনে এসেছে সম্প্রতি।

তাতে দেখা যাচ্ছে এক মধ্যবয়স্ক ব্যক্তি নদীর ধারে রেলিং এর উপর বসে রয়েছেন। তিনি নিজের মুখে বলছেন, “আপনার নামে আমি পুণ্য ডুব দেব মাত্র ১০ টাকার বিনিময়ে।” এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। নানারকম কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। এক নেট ব্যবহারকারী লিখেছেন, “নতুন উপায় রোজগার করার।” আবার কেউ লিখেছেন, “এর থেকে ভালো ও সৎ ব্যবসা হয় না।” এই মধ্যবয়স্ক ব্যক্তির কীর্তি এখন রীতিমতো আলোচনার বিষয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X