বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহের বিষয়টি। গত ১২ জুলাই মুম্বাইতে জিও ওয়ার্ল্ড ড্রাইভে পরিবারের সদস্য, বন্ধু এবং সমগ্র দেশ তথা বিশ্বের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় তাঁদের।
ছেলের বিয়েতে চমকে দিলেন আম্বানি (Mukesh Ambani):
মূলত, মুকেশ আম্বানি (Mukesh Ambani) ওই দিনটিকে স্মরণীয় করতে কোনও খামতি রাখেননি। এই জমকালো বিয়ে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। এই ভারতীয় কোম্পানি রিফাইনিং থেকে শুরু তেল, গ্যাস, পেট্রোকেমিক্যালস, টেলিকম, রিটেল এবং মিডিয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে।
এমতাবস্থায়, আপনি কি জানেন আম্বানি পরিবারের কোন সদস্যের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বাধিক শেয়ার রয়েছে? অধিকাংশজনই মনে করবেন যে এই প্রশ্নের উত্তর হয় মুকেশ আম্বানি (Mukesh Ambani) কিংবা নীতা আম্বানি হবে। যদিও, এটি কিন্তু ভুল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল মুকেশ এবং নীতার পুত্র এবং কন্যা অর্থাৎ আকাশ, ইশা এবং অনন্ত আম্বানির কাছেও নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বাধিক শেয়ার।
আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দ্বিতীয় দরজা খুলতেই জ্ঞান হারালেন SP! কি জানালেন আধিকারিকরা?
কোম্পানিতে প্রোমোটারদের শেয়ার কতটা: প্রসঙ্গত উল্লেখ্য যে, ধিরুভাই আম্বানি দ্বারা প্রতিষ্ঠিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে তাঁর ছোট ছেলে মুকেশ আম্বানির (Mueksh Ambani) নেতৃত্বে পরিচালিত হয়। ফোর্বসের মতে, মুকেশ আম্বানির মোট সম্পদ ১২৩.৭ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ কোটি টাকার বেশি)। রিলায়েন্সের প্রোমোটার গ্রুপ, আম্বানি পরিবারের মোট শেয়ারের ৫০.৩৯ শতাংশ রয়েছে। অবশিষ্ট ৪৯.৬১ শতাংশ শেয়ার FII এবং কর্পোরেট সংস্থা সহ পাবলিক শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতে লন্ডনে ছুটি কাটাতে গিয়ে কীর্তনে মজলেন বিরুষ্কা! তুমুল ভাইরাল ভিডিও
সর্বাধিক শেয়ার রয়েছে কোকিলাবেনের কাছে: জানিয়ে রাখি যে, রিলায়েন্সের বেশিরভাগ রয়েছে কোকিলাবেন আম্বানির কাছে। যিনি হলেন আম্বানি পরিবারের প্রধান এবং ধীরুভাই আম্বানির স্ত্রী। কোকিলাবেন আম্বানির ১,৫৭,৪১,৩২২ টি শেয়ার রয়েছে। যা কোম্পানির ০.২৪ শতাংশ শেয়ার। মুকেশ আম্বানির (Mukesh Ambani) তিন সন্তান আকাশ আম্বানি, ইশা আম্বানি এবং অনন্ত আম্বানির কাছে ৮০,৫২,০২১ টি শেয়ার রয়েছে। যা কোম্পানিতে ০.১২ শেয়ারের কাছাকাছি। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোকিলাবেন আম্বানির মোট সম্পদ প্রায় ১৮,০০০ কোটি টাকা।