OMG! ভারতে ছাপা হয় প্রতিবেশী রাষ্ট্রগুলির নোটও! তালিকায় কোন কোন দেশ আছে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় মুদ্রার রয়েছে সুদীর্ঘ ঐতিহাসিক গুরুত্ব। তবে সময়ের সাথে বদল এসেছে ভারতীয় টাকার নোট ও মুদ্রার ডিজাইনে। সাধারণত ভারতের (India) চারটি জায়গায় ছাপানো হয়ে থাকে টাকা (Note)। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে, ভারতের ট্যাকশালে কিন্তু অন্যান্য দেশের মুদ্রাও ছাপা হয়।

ভারতে (India) বিভিন্ন দেশের মুদ্রা (Indian Currency) তৈরীর হদিশ

ভারত সরকারের অধীনস্থ সংস্থা সিকিউরিটি প্রিন্টিং এন্ড মেন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখভাল করে ভারতের (India) টাকা ছাপানোর বিষয়টি। মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের দেওয়াসে রয়েছে প্রধান দুটি ট্যাঁকশাল। কর্ণাটকের মহীশূরে এবং পশ্চিমবঙ্গের শালবনিতে রয়েছে অন্য দুটি ট্যাঁকশাল (Mint)।

আরোও পড়ুন : “এত বাজে…”, মানতেই পারছেন না নায়িকাকে, দর্শকদের দাবিতে বড় সিদ্ধান্ত এই সিরিয়ালে!

এই দু’টি নোটের ছাপাখানা অবশ্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের হাতে। নাসিক এবং দেওয়াসের ছাপাখানা থেকেই দেশের ৪০ শতাংশ টাকা ছাপা হয়। শুধু ভারত নয়, ভারতের প্রতিবেশী আরো অনেক দেশেরই টাকা ছাপা হয় এই দুই ছাপাখানা থেকে। তালিকায় রয়েছে ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং ভুটান।

Otherwise countries currency in India mint

আসলে, ভিন দেশের নোট ছাপার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হল অন্য দেশের বিশ্বাস অর্জন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত নিজের দেশের নোট নিরাপত্তার সঙ্গে ছাপানোর পাশাপাশি এইসব দেশগুলির নোটের চাহিদাও পূরণ করে চলেছে। যেখানে যথেষ্ট ভাবে নিরাপত্তাও বজায় থাকছে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর