চেন্নাই, মুম্বাই এর থেকেও ভালো শহর কলকাতা, বাইরের লোকেরাও সার্টিফিকেট দেয়: মমতা ব্যানার্জি

ভোটের প্রচার নিয়ে এখন সব দলগুলির মধ্যে ব্যস্ততা তুঙ্গে। আগামী রবিবার কলকাতা পুরসভার ভোট। সবাই সবার মত মিছিল, মিটিং নিয়ে ব্যস্ত। আর সেই তালিকায় এগিয়ে আছে রাজ্যের শাসক দল। তাই গোয়া থেকে ফিরেই ভোটের প্রচারের জন্য বেরিয়ে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কলকাতার ফুলবাগানে ভোটের প্রচারের জন্য গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে কলকাতার নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন। কলকাতার প্রসঙ্গে বাইরের লোকেরা কেমন বার্তা দিচ্ছেন, সেকথার উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তৃণমূলের আমলে কলকাতা অনেক উন্নত হয়েছে। চেন্নাই, মুম্বই, দিল্লির থেকে ভালো শহর এখন কলকাতা। এখন বাইরে থেকে যেই কলকাতায় আসে সার্টিফিকেট দিয়ে যায়।’

এছাড়া মুখ্যমন্ত্রী কলকাতার উন্নয়ন প্রসঙ্গে আরও বলেছেন, ‘একসময় কলকাতা ছিল দুঃস্বপ্নের নগরী। আর এখন কলকাতা এতটাই উন্নত হয়েছে যে সারাদেশ এখন কলকাতার দিকে তাকিয়ে।’ আবার তিনি এটাও বলেন, ‘দুঃস্বপ্নের নগরীতে আমরা এখন স্বপ্নের ফেরি করে বেড়াই।’ এদিনের বক্তব্যে তিনি পুরভোটের প্রচারে প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Kolkata flyover

কলকাতার ক্ষেত্রে সব কাজ শুধুমাত্র বিধায়ক বা সাংসদদের দিয়ে হয় না। কারণ তারা সমস্ত স্থানীয় কাজ করতে পারেন না। এই সমস্ত স্থানীয় কার্যকলাপ করে থাকেন কাউন্সিলর, কমিশনার এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। কলকাতার নানা উন্নয়নের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ‘দিল্লিতে দু-বালতি জল নিতে গেলে তা কিনতে হয়। কিন্তু, কলকাতায় মানুষকে বিনা খরচায় জল দেওয়া হয়।’ বাইরে থেকে মানুষ এলেই কলকাতার সম্পর্কে এই সার্টিফিকেট দেয়, ‘কলকাতা আগে কিয়া থা, আব কিয়া বান গ্যায়া’ ।


সম্পর্কিত খবর