গোটা ভারতে মোট ৪২৯১ জন তাবলীগ সদস্য করোনা পজেটিভ, তামিলনাড়ুর মোট ৮৪% মামলাই তাবলীগের সাথে জড়িত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের মামলা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। সরকার এই ভাইরাসের প্রকোপ রোখার জন্য লকডাউন ৩রা মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আরেকদিকে, স্বাস্থ মন্ত্রালয় (Health Ministry) শনিবার জানায় যে, দেশে করোনা ভাইরাসের প্রায় ২৯ শতাংশ মামলা তাবলীগ জামাতের (Tablighi Jamaat) সাথে যুক্ত। দিল্লী করোনা ভাইরাসের ৬৩ শতাংশ মামলা তাবলীগ জামাতের সাথে যুক্ত।

স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব লব আগরবাল বলেন, দিল্লী, তামিলাড়ু আর অন্ধ্রপ্রদেশে জামাতের সাথে জড়িত বেশি মামলা সামনে এসেছে। দেশের ২৩ রাজ্যতেই মরকজের সাথে জড়িত সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

উল্লেখ্য, দিল্লীর নিজামুদ্দিন মরকজে তাবলীগ জামাতিরা মার্চে একটি বড় ধার্মিক সভার আয়োজন করেছিল। এরপর ওই এলাকা করোনা ভাইরাসের সবথেকে বড় হটস্পট হয়ে ওঠে। নিজামুদ্দিন মরকজে আয়োজিত অনুষ্ঠানে কমপক্ষে ৯ হাজার জামাতিরা অংশ নিয়েছিল, এরপর তাঁরা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাঁরা। এদের মধ্যে প্রচুর পরিমাণে বিদেশিও আছে।

মরকজে পুলিশ পদক্ষেপ নিয়ে ২ হাজার ৩০০ জামাতিকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়। পুরো দেশে মরকজে অংশ নেওয়া জামাতিদের সনাক্ত করার অভিযান চালানো হয়। এরপর বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার জামাতিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ১৪ হাজার ৩৭৮ হয়ে গেছে। এদের মধ্যে ৪ হাজার ২৯১ টি মামলা তাবলীগের সাথে জড়িত। উনি বলেন, এটা মোট আক্রান্তদের ২৯.৮ শতাংশ। স্বাস্থ মন্ত্রালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার ৯৯১ টি মামলা সামনে এসেছে আর ৪৩ জনের মৃত্যু হয়েছে। উনি বলেন, এখনো পর্যন্ত মোট ১৯৯২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

X