বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান রীতিমতো ক্ষুব্ধ। সম্প্রতি, পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতে রক্তপাতের হুমকি দিয়েছিলেন। কিন্তু, এখন পাকিস্তানের মনোভাব বদলে যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানি সাংসদ সৈয়দ আলী জাফর সিন্ধু জলবণ্টন চুক্তিকে “ওয়াটার বোম” হিসেবে অভিহিত করেছেন।
সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত (India):
শুক্রবার অর্থাৎ ২৩ মে, ২০২৫-এ পাকিস্তানের সংসদে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার বিষয়ে বিতর্ক হয়। সিনেটর সৈয়দ আলী জাফর তাঁর ভাষণে বলেন, “পাকিস্তানের জন্য সন্ত্রাসবাদের মতোই জলের সমস্যাও গুরুত্বপূর্ণ। এটিও আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। একবিংশ শতাব্দীর যুদ্ধগুলি জলের জন্য সংঘটিত হবে। আজ এটি সত্য প্রমাণিত হচ্ছে।”
“যদি আমরা এই জল সমস্যা সমাধান না করি, তাহলে আমরা না খেতে পেয়ে মারা যেতে পারি”: তিনি আরও বলেন, “পাকিস্তান একটি ওয়াটার স্ট্রেস দেশ এবং এই ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে। আজ দেশ দ্রুত জলের অভাবের দিকে এগিয়ে যাচ্ছে। এর দু’টি কারণ রয়েছে। প্রথমত, জলবায়ু পরিবর্তন এবং দ্বিতীয়ত জনসংখ্যা। অতএব, এটি সন্ত্রাসবাদের মতোই গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: “এটাই সঠিক সময়….”, রোহিত-কোহলির পরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার
জাফর আরও জানান, “যদি আমরা জলের এই সমস্যার সমাধান না করি, তাহলে আমরা না খেয়ে মারা যেতে পারি। এর কারণ হল সিন্ধু অববাহিকা আমাদের লাইফলাইন। তিন-চতুর্থাংশ জল বাইরে থেকে আসে।” তিনি বলেন, “১০ জনের মধ্যে ৯ জন সিন্ধু জল অববাহিকার সাহায্যে তাঁদের জীবনযাপন করছে। ৯০ শতাংশ ফসল এই জলের ওপর নির্ভরশীল।”
আরও পড়ুন: “সেনারা ভয় পায় না”, বাড়িতে ফিরেই দৃপ্ত কণ্ঠে জানালেন পূর্ণম
“আমাদের ওপর একটা ওয়াটার বোম পড়ে রয়েছে, যা আমাদের নিষ্ক্রিয় করতে হবে”: সৈয়দ আলী জাফর বলেন, “পাকিস্তানের প্রতিটি বিদ্যুৎ প্রকল্প এবং বাঁধ এই জলের ওপর নির্মিত। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি আমাদের ওপর পড়ে থাকা একটি ওয়াটার বোম। যা আমাদের নিষ্ক্রিয় করতে হবে। পাকিস্তানে জল ভারত থেকে ওপর থেকে নিচে আসে। যখন পাকিস্তান গঠিত হয়েছিল, তখন ভারত (India) একটা সিদ্ধান্ত নিয়েছিল যে, আমাদের জলের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিতে হবে। র্যাডক্লিফ তাঁর একটি সীমানা তৈরি করেছিলেন। যার মধ্যে ফিরোজপুর ব্যারেজ আমাদের দেওয়া হয়েছিল। র্যাডক্লিফ শেষ মুহূর্তে সেই লাইন পরিবর্তন করেছিলেন। তিনি জলের কারণে কাশ্মীর সমস্যাকে বাঁচিয়ে রেখেছিলেন।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: