ফের বহিরাগতদের আক্রমন! মাথা ফাটল মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের

 

বাংলা হান্ট ডেস্ক: ফের বহিরাগতদের বিক্ষোভে, ইটের ঘায়ে মাথা ফাটল এক জুনিয়র ডাক্তারের। এবার আর NRS নয়, ঘটনাটি ঘটেছে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় জখম হয়েছেন আরও তিন-চারজন।

 

NRS-এ জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে ন্যাশনাল জুনিয়র ডাক্তাররা অবস্থান করছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে। অভিযোগ, কয়েকজন বহিরাগত তাঁদের আজ বিকেলে তিন নম্বর গেটের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে যেতেই ইট ছোড়া হয় তাঁদের লক্ষ্য করে।

e7c74 img 20190614 wa0035

ইটের ঘায়ে জখম হন তিন-চারজন জুনিয়র ডাক্তার। একজনের মাথাও ফেটে গেছে। অভিযোগ, বহিরাগতরা ইট ভরে নিয়ে এসেছিল প্যাকেটে করে। পরে ঘটনাস্থানে যায় পুলিশ।

সম্পর্কিত খবর