চূড়ান্ত বর্বরতা! বাড়িতে ঢুকে মহিলাকে ডাক্তারকে অপহরণ ১০০ জনের, ভাইরাল নৃশংসতার ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক : তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলা থেকে একটি ভয়াবহ অপহরণের ঘটনা সামনে এসেছে। সেখানকার আদিভাতলা এলাকায় শতাধিক লোক ঘরে ঢুকে এক মেয়েকে তুলে নিয়ে যায়। শুধু তাই নয়, এই অপহরণকারীরা বাড়িঘর ও যানবাহনও ভাঙচুর করে। প্রতিবাদ করলে মেয়েটির বাবাকেও লাঠি দিয়ে মারধর করা হয় বলেই জানা গিয়েছে।

অপহৃত মেয়েটির পরিবার বলেছে, প্রায় ১০০ জন লোক তাদের বাড়িতে ঢুকে তাদের ২৪ বছর বয়সী মেয়ে বৈশালীকে জোর করে তুলে নিয়ে গেছে। এ ঘটনার পরেই থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন, তদন্ত চলছে জোরকদমে। পুরো ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যাতে বেশ কয়েকজন যুবককে একটি বাড়িতে ঢুকে মারামারি করতে দেখা যাচ্ছে।

শেষ খবর পাওয়া অনুযায়ী, পুলিশ ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে এবং বাকিদের খোঁজ চলছে। প্রধান অভিযুক্তকে নবীন রেড্ডি (২৬) পুলিশকে বলেছেন যে তিনি এই মহিলাকে বিয়ে করেছিলেন কিন্তু ডেন্টিস্ট হওয়ার পরে তার বাবা-মা সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। তাই এই হামলা।

এক বিবৃতিতে রাচাকোন্ডা পুলিশ কমিশনার মহেশ বাগওয়াথের তরফে জানানো হয়েছে, “খুনের চেষ্টা, অপহরণ, অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ওই মহিলাকে উদ্ধার করা হয়।”

মহিলার মা বলেছেন, “তাদের সম্মতি ছাড়াই, মেয়েকে টেনে বের করে গাড়িতে বসানো হয়েছিল এবং নিয়ে যাওয়া হয়। পুলিশ কিছুই করেনি। আমার মেয়েকে বাধ্য করা হলো। এই অন্যায়, এই পাপ মানছি না। এটা সম্পূর্ণ অন্যায়।” পুলিশ জানিয়েছে যে তারা সিসিটিভি ফুটেজ স্ক্যান করে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত শুরু করেছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X