ফের টাকার পাহাড়ের হদিশ বাংলায়! হাওড়ায় গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ, সোনা-হিরের গয়না

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলার একাধিক প্রান্ত থেকে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। কখনো কোন ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলেছে কোটি কোটি নগদ অর্থ, আবার কখনো গাড়ি আটক করে তার ভিতর হতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা গয়না। সেই ধারা বজায় রেখে এদিন সকাল হতেই হাওড়ার (Howrah) শিবপুর (Shibpur) এলাকায় একটি গাড়ি থেকে প্রায় আড়াই কোটি নগদ অর্থ এবং সোনা ও হিরের গয়না উদ্ধার হওয়ার ঘটনায় শোরগোল তুঙ্গে।

ঘটনার কেন্দ্রস্থল হাওড়া জেলার শিবপুর এলাকা। এদিন সকালে এলাকায় একটি গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ অর্থ এবং একাধিক সোনা এবং হিরের গয়না উদ্ধার করে পুলিশ। এ ক্ষেত্রে হেয়ার স্ট্রিট এবং শিবপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে এই বিশাল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির মালিকের কোন খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, সম্প্রতি শিবপুর এলাকার বাসিন্দা শৈলেশ পাণ্ডা নামে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে পুলিশের কাছে। বিশেষত, জালিয়াতির অভিযোগে বহুদিন ধরেই অভিযুক্তর ওপর নজর ছিল শিবপুর থানা পুলিশের। অবশেষে এ দিন ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় হাওড়া এবং কলকাতার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময় শৈলেশ পাণ্ডার বাড়িতে কেউ উপস্থিত না থাকলেও পরবর্তীতে বাড়ির বাইরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এবং এক্ষেত্রে ওই গাড়িটি থেকে আড়াই কোটির কাছাকাছি নগদ অর্থ এবং সোনা ও হিরের গয়না উদ্ধার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। সম্প্রতি, এসএসসি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট হতে কোটি কোটি টাকা এবং একাধিক সোনা গয়না উদ্ধার করে ইডি। এছাড়াও ফ্ল্যাট এবং গাড়িসহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই মিলে চলেছে ‘কালো’ টাকা।

m

যদিও শিবপুরের মামলায় এখনো পর্যন্ত বিশেষ কোনো সূত্র হাতে আসেনি পুলিশের। বিপুল পরিমাণ সম্পত্তি হাতে আসলেও সেই টাকা কিভাবে গাড়িতে এলো কিংবা তা কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি। পুলিশের অনুমান, পরবর্তী ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হলে তাকে জেরা করার মাধ্যমে জালিয়াতির সম্পূর্ণ চিত্র প্রকাশ্যে উঠে আসবে। এক্ষেত্রে শৈলেশ পাণ্ডার বিরুদ্ধে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ।

ad

Sayan Das

সম্পর্কিত খবর