বাংলাহান্ট ডেস্ক : কয়েক সপ্তাহ আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ঘোষণা করে যে বাজার থেকে তুলে নেওয়া হবে 2000 টাকার নোট। সাধারণ মানুষ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাঙ্কে 2000 টাকার নোট জমা করতে পারবেন। এই আবহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও একটি বড় সিদ্ধান্ত নিল।
ভারতের বাজারে খুচরো নিয়ে সমস্যা বহুদিন ধরেই চলছে। বাজারে ব্যাপকভাবে খুচরো টাকার চাহিদা রয়েছে। কিন্তু সেই অনুযায়ী জোগান কম থাকে। অন্যদিকে এটিএম থেকে টাকা তুললে অধিকাংশ সময় 500 টাকার নোট বের হয়। এর ফলে অনেকটাই খুচরোর ঘাটতি দেখা দেয় বাজারে।
ভারতের বাজার থেকে খুচরো সমস্যা দূর করতে নতুন চিন্তাভাবনা শুরু করেছে রিজার্ভ ব্যাংক। দেশের শীর্ষ ব্যাংক চাইছে এটিএমগুলিতে 100 ও 200 টাকার নোটের জোগান বাড়াতে। UPI ভিত্তিক ATM স্থাপন করার কথাও ভাবছে রিজার্ভ ব্যাংক। এরফলে আরও সহজ টাকা তোলা। পাশাপাশি এই ATM গুলি থেকে তোলা যাবে কম অংকের টাকা।
দেশের খুচরো সমস্যা নিয়ে অভিযোগ পৌঁছেছিল RBI এর অন্দরেও। সেই নিয়ে সম্প্রতি RBI একটি আলোচনা সভার আয়োজন করে। সেই সভায় অনেক বিশিষ্ট নিজেদের মতামত প্রকাশ করেন। সেখানে UPI এর মাধ্যমে ATM কনসেপ্টটি বেশ পছন্দ হয় RBI কর্তাদের। এই ব্যাপারে RBI কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।