সুশান্ত মামলায় মুম্বই পুলিসকে বদনামের জন‍্য ৮০ হাজার ভুয়ো অ্যাকাউন্টের হদিশ সোশ‍্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। নতুন নতুন তথ‍্য প্রকাশ‍্যে আসতে শুরু করেছে ফের এই মামলায়। এবার মুম্বই পুলিসের (mumbai police) সাইবার ক্রাইম শাখা এক বিষ্ফোরক তথ‍্য জানিয়েছে। মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিসের তদন্তের বদনাম করার জন‍্য ৮০ হাজারেরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এমনটাই দাবি তাদের।

১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত‍্যার খবর সামনে আসার পর থেকেই সোশ‍্যাল মিডিয়া সহ গোটা দেশে তোলপাড় শুরু হয়। মৃত‍্যুর কারণ ও মুম্বই পুলিসের তদন্ত নিয়ে বহু জলঘোলা হয়। পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও বিভিন্ন হ‍্যাশট‍্যাগ ট্রেন্ড করতে শুরু করে। মুম্বই পুলিসের সাইবার শাখার দাবি, এসবই ভুয়ো অ্যাকাউন্টের মাধ‍্যমেই করা হয়েছে।

1597824565 sushant singh rajput 16
পুলিস কমিশনার পরমবীর সিং জানান, এই মামলায় এফআইআর দায়ের করা হয়েছে‌। সাইবার শাখা এই মামলায় বিস্তারিত তদন্ত শুরু করবে। তিনি আরো বলেন, এই সব ভুয়ো অ্যাকাউন্ট গুলির প্রক্সি সার্ভার সবই বিদেশের। সাইবার শাখার রিপোর্ট অনুযায়ী ইতালি, ইন্দোনেশিয়া, জাপান, স্লোভেনিয়া, থাইল‍্যান্ড এসব দেশ থেকে মুম্বই পুলিসের বিরুদ্ধে বেশি পোস্ট হয়েছে।

রিপোর্ট অনুসারে, তদন্তে উঠে এসেছে মুম্বই পুলিস ও রাজর সরকারকে বদনাম করার জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় একাধিক হ‍্যাশট‍্যাগ তৈরি হয়। এর মধ‍্যে #JusticeForSSR, #SushantConspiracyExposed, #justiceforsushant, #sushantsinghrajput ও #SSR হ‍্যাশট‍্যাগগুলি ব‍্যবহৃত হয়।

মুম্বই পুলিস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইটি অ্যাক্টের যে যে ধারায় মামলা দায়ের হয়েছে তাতে দোষী প্রমাণিত হলে পাঁচ বছরের জেল ও পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত সাজা ভোগ করতে হতে পারে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর