আদালতে টাকার দায় নিতে অস্বীকার করলেন পার্থ! মুখে কুলুপ তৃণমূলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে ফের মৌনব্রত তৃণমূলের। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রসঙ্গেও নীরব থাকল দল। অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা কার? এই প্রশ্নের জবাবে কি বললেন কুণাল ঘোষ? রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত বছর গ্রেফতার হন নিয়োগ দুর্নীতি মামলায়। যদিও পরবর্তীকালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি দলের প্রশংসাই করেছেন।

তবে গ্রেফতারির পর দল তাকে সরিয়ে দেয় মহাসচিব পদ থেকে। এমনকি মন্ত্রিসভা থেকেও সরানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কারের পরেও পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে কখনোই মুখ খোলেননি। এরপর আজ আলিপুর আদালতে তোলার সময় তৃণমূলের সর্বভারতীয় দলের তকমা চলে যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের জবাবেও নীরব থেকেছেন তিনি।

গত বছর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ইডি ৫০ কোটি টাকা উদ্ধার করে। এরপর তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, এই টাকা যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তারাই বলতে পারবেন এই টাকার উৎস কি। পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে মন্তব্য করেন যে এই টাকার সাথে তার কোন সম্পর্ক নেই। তৃণমূলের জাতীয় দলের তকমা হারানোর পর পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের শুধু বলেন, দল আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে।

partha chaterjee

এ প্রসঙ্গে কুণাল ঘোষকে (Kunal Ghosh) জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের কথার পাল্টা জবাব তিনি দেবেন না। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেহালার বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গোটা বঙ্গবাসীকেই। তবে পার্থ চট্টোপাধ্যায় অন্য দিনের মতো আজও অন্যান্য প্রসঙ্গে নীরবই থেকেছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X