মরে গেলে কী বিচার করবেন, বিচারকের কাছে সঠিক চিকিৎসার আবেদন পার্থর

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) অতীতে একাধিকবার জেলের অব্যবস্থা ও নিজের চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে নিজের সুচিকিৎসার জন্য আর্জি জানালেন। বিচারকের কাছে পার্থর আর্জি, “আক্রান্ত হওয়ার ১০ দিন পর একজন চিকিৎসা পাবেন। একটু দেখুন। মরে গেলে আর কী বিচার করবেন?”

পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার পেশ করা হয় আদালতে। যদিও তার আইনজীবী এদিন পার্থর জামিনের আবেদন জানাননি। পাশাপাশি আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বিরূপ মন্তব্যের কথাও তারা আইনজীবী এদিন তুলে ধরেন। আইনজীবীর দাবি এই ঘটনাগুলোর পিছনে নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন আইনজীবী‌।

তিনি বলেন, “ভারাক্রান্ত মনে মেডিকেল পিটিশন করছি। পা ফুলছে। কোর্ট নির্দেশ দেওয়ার পর একজন ভিজিট করবেন। তবে ঠিকমতো চিকিৎসা হয় না। অসুস্থ মানুষ, তদন্তের মুখোমুখি হচ্ছেন দীর্ঘদিন ধরে। কিন্তু রয়েছেন বিনা বিচারে। চিকিৎসা পাচ্ছেন না।” আজ পার্থ চট্টোপাধ্যায় বিচারকের উদ্দেশ্যে বলেন, “স্যার আপনি বিচার করুন।”

partha chatterjee

তারপরের মুহূর্তেই আবার বলে ওঠেন, “বিচার চাই না আর। ৩০০ দিন পার হয়ে গিয়েছে। বিচার কী হচ্ছে বুঝে গেছি। আমার চিকিৎসার ব্যবস্থা করুন। দুঃখ আছে অনেক, এক্সপ্রেস করার জায়গা নেই। যে জায়গা থেকে পাঁচবার জিতেছি, সেই জায়গার মানুষ কি আমায় চোর মনে করেন? পা ফুলেছে। সেটা কি কোথাও লেখা হয়? তাড়াতাড়ি বিচারটা করুন। মরার আগে যেন দেখে যেতে পারি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর