বাংলাহান্ট ডেস্কঃ বসন্ত পঞ্চমী, বাংলার একান্ত সরস্বতী পুজো । বিদ্যার দেবীর আরাধনার সাথে সাথে এ যেন বাঙালির নিজস্ব প্রেম দিবস। বুধবারের ঢাকুরিয়া লেককে দেখে অনেকেরই অষ্টমীর ম্যাডক্স মনে হতেই পারে। জোড়ায় জোড়ায় কপোত কপোতীরা জড়ো হয়েছিল ভিক্টোরিয়া থেকে ইকোপার্ক, লেক থেকে গঙ্গার ঘাটে।
বৃহস্পতি বারও অনেকেরই প্ল্যান ছিল এমনই । কিন্তু বাধ সাধল বৃষ্টি। শহর কলকাতা সরস্বতী পুজোয় শেষ কবে এমন ঘন কালো মেঘে ঢেকেছিল তা মনে করতে পারছেন না অনেকেই। দমকা হাওয়া সাথে পাল্লা দিয়ে বৃষ্টি। গতিময় শহর থমকে গেল কিছু সময়ের জন্য। অনেকেই ভিজে একসা। জ্বলে উঠল রাস্তায় থাকা গাড়ির লাইটগুলিও। মাঘের আকাশ যে ততক্ষনে আষাঢ়স্য প্রথম দিবসের রূপ ধারন করেছে।
এই মরশুমে পশ্চিমি ঝঞ্ঝার খাম খেয়ালি পনার কারনে শীতের তেমন মজাটাই পায়নি কলকাতা বাসিরা। শীতের বেশীর ভাগটাই ছিল হয় তীব্র হাড় কাপানো শীত নয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি। হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় বারবার হতাশ হয়েছিল শীত প্রেমিরা। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । সরস্বতী পুজোতেও তার ব্যতিক্রম হল না। কিন্তু আবহাওয়া বিদরা মনে করছেন, শেষ বেলায় ফেব্রুয়ারির প্রথম স্পতাহে আবার জাঁকিয়ে ফিরছে শীত।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।