বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংস (CSK)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 167 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে 157 রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। 10 রানে এই ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।
এইদিন শুরুটা দুর্দান্ত করলেও 10 ওভারের পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র 167 রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। আর জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে চেন্নাই সুপার কিংস। একটা সময় দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে চেন্নাই সুপার কিংস। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে সিএসকে এবং শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস 10 রানে ম্যাচ হেরে যায় কেকেআরের কাছে।
Wow! #varunchakravarthy will not sleep tonight. Has he turned the game?#CSKvsKKR #IPL2020
— Wriddhaayan B. (@Wriddhaayan) October 7, 2020
MASSIVE WICKET! Chakravarthy strikes! MSD goes. Game on!
CSK 129/4 (16.3)#KKRvCSK #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/ePfKz1rMl0
— KolkataKnightRiders (@KKRiders) October 7, 2020
Never knew this stat but Dhoni has never hit a boundary against Narine ever? Wow! That indeed is something!#KKR #CSK #CSKvKKR #KKRvCSK #CSKvsKKR #KKRvsCSK #IPL #IPLT20 #IPL2020 #KolkataKnightRiders #ChennaiSuperKings
— Bihan Sengupta (@BihanSengupta91) October 7, 2020
https://t.co/u8zoX3LXjN pic.twitter.com/lXAGgYVprk
— Alagappan Vijayakumar (@IndianMourinho) October 7, 2020
এইদিন যখন জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল সিএসকে তখন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেইসঙ্গে মাঝে মাঝে এক- আধটা বড় শটও খেলছিলেন তিনি। ধোনিকে দেখে বেশ ভালো ছন্দেই মনে হচ্ছিল কিন্তু সেই সময় বল হাতে জ্বলে ওঠেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। ধোনিকে সরাসরি বোল্ড করে দেন তিনি এবং ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। ধোনির মত একজন এত অভিজ্ঞ ব্যাটসম্যানকে এই ভাবে বোল্ড করার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছেন বরুণ চক্রবর্তী।