বাংলাহান্ট ডেস্কঃ হাসি মুখ দেখতে আমরা সকলেই ভালবাসি। কিন্তু কর্মক্ষেত্রে হাসিমুখ দেখতে পাওয়া খুবই দুর্লভ। আর সেই কাজ যদি রোদে জলে রাস্তায় ঘুরে করতে হয় , সে ক্ষেত্রে হাসিমুখের দেখা পাওয়া আরও মুশকিল। জোমাটো ইন্ডিয়ার এক কর্মীর হাসি মুখের ভিডিয়ো এখন ভাইরাল।
ফ্র্যাঙ্কমার্টিন নামে এক টুইটার ইউজার টিকটক ভিডিয়োটি পোস্ট করেন টুইটারে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ পোস্ট করা এই টিকটক ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জোমাটোর এক ডেলিভারি বয়ের সঙ্গে ক্যামেরার পিছন থেকে কেউ কথা বলছেন। মুখে তার অমলিন হাসি।
— स्कैल्पर के (@utkkut1) February 28, 2020
https://twitter.com/ZomatoIN/status/1233313204039639041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1233315813635108865&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fnational%2Fzomato-india-changed-its-profile-picture-on-twitter-with-a-delivery-boy-s-picture-dgtl-1.1116153
দিনে সাড়ে তিনশো টাকা ইনসেনটিভ-সহ। কাজ করতে হয় ১২ ঘণ্টা। তবও সে বিরক্ত হয়নি এই কঠিন জীবনের প্রতি। সাহির লুধিয়ানভির মত তিনিও যেন বলেন,”जो मिल गया उसी को मुक़द्दर समझ लिया / जो खो गया मैं उसको भुलाता चला गया” ( যা পেয়েছি তাকে ভাগ্য মেনে নিয়েছি, যা হারিয়ে গেছে তাকে ভুলে গেছি ) যদিও জোমাটো টাকা আর খাবার সময় মতো দেয়।
ভিডিয়োটি পোস্ট করে ওই টুইটার ইউজার জোম্যাটো ইন্ডিয়াকে ট্যাগ করে দেন। সেই ভিডিয়ো এতটাই পছন্দ হয়েছে সংস্থার যে ডেলিভারি বয়ের হাসি মুখের ছবির ডিপি করে দেয় জোমাটো ইন্ডিয়া। তিনি এখন জোম্যাটো ইন্ডিয়ার পোস্টার বয়। জোম্যাটো ইন্ডিয়া জানিয়েছে, এবার থেকে এই হ্যান্ডলটি ‘হ্যাপি রাইডার ফ্যান অ্যাকাউন্ট’। জানা যাচ্ছে ঐ ডেলিভারের বয়ের নাম সনু।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’