স্বাধীনতা দিবস উদযাপনে হুলুস্থুল কাণ্ড! একে অপরের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়াল পাকিস্তানিরা, চলল লাথি-ঘুষি

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস (Independence Day of India)। স্কুল, কলেজ, সরকারি অফিস, বাজার, শহুরে স্থানে উত্তোলন করা হয়েছে ভারতের জাতীয় পতাকা (National Flag of India)। গাওয়া হয় জাতীয় সঙ্গীত (National Song)। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঠিক একইভাবে, একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট পাকিস্তানও (Pakistan) একই রকম ভাবে উদযাপন করে তাদের স্বাধীনতা দিবস।

কিন্তু পাকিস্তান এবং এর জনগণ সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে তারা কখনই শোধরাবে না। সম্প্রতি কানাডার ঘটনায় তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সে দেশে, স্বাধীনতা দিবস উদযাপনের সময় সব পাকিস্তানি একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

   

কী হয়েছিল ঘটনা? একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ভিডিওটি কানাডার মিসিসাগা শহরের। ভিডিওটি শেয়ার করেন পাকিস্তানি সাংবাদিক আলী মইন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘সভ্য সমাজ কীভাবে আচরণ করে সে সম্পর্কে আমাদের জ্ঞান দেওয়া হয় এবং ইমরান খানের গুণাবলী সম্পর্কে বক্তৃতা দেওয়া হয়। কিন্তু বিদেশে বসতি স্থাপনকারী পাকিস্তানিরা একে অপরের সঙ্গে ঝগড়া করে ১৪ আগস্ট উদযাপন করছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক পাকিস্তানিকে নিজেদের মধ্যে মারামারি করছে। ভিডিওটি মারাত্মক ভাবে শেয়ার করা হয়। ভাইরাল ভিডিওটি এমন সময়ে সামনে এসেছে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে রয়েছেন এবং দেশে নির্বাচন হতে চলেছে।

তবে কী কারণে এই ঝগড়া হয়েছিল তা এখনও জানা যায়নি। ভিডিওর শেষে দেখা যায়, পুলিস পৌঁছে গেছে ওই এলাকায়। পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর