বাংলাহান্ট ডেস্কঃ বয়স মাত্র ২৬। রতন টাটাকে (ratan tata) নিজের আদর্শ বলে মনে করে, আজকের দিনে লক্ষ লক্ষ টাকা আয় করছেন কলকাতার (kolkata) সায়ন চক্রবর্তী। এখানেই শেষ নয়, কপালগুনে নিজের আদর্শের থেকে শুভেচ্ছা বার্তা সহ ইমেলও পেলেন বাংলার এই ছেলে।
মাত্র আড়াই হাজার টাকা দিয়েই নিজের ‘স্টার্টআপ বিজনেস’ স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন কলকাতার সায়ন চক্রবর্তী। মাত্র ২৬ বছর বয়সেই সাফল্যের বেশ কয়েকধাপ এগিয়ে গিয়েছেন তিনি। আড়াই হাজার টাকা দিয়ে শুরু করলেও, বর্তমানে লক্ষ লক্ষ টাকার মালিক এই বঙ্গ সন্তান।
নিজের জীবনের এই ওঠা পড়ার গল্প সম্প্রতি এক বই আকারে প্রকাশ করেন সায়ন চক্রবর্তী। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে সায়নের আত্মজীবনী। নিজের জীবনের ওঠা পড়া, কিভাবে ব্যবসা শুরু, সাফল্যই বা কিভাবে এল- সবকিছুই তুলে ধরেছেন নিজের আত্মজীবনীতে।
তবে সেই বইই কোন না কোনভাবে পৌঁছে গিয়েছিল তাঁরই আদর্শ রতন টাটার হাতে। সায়নের জীবনী পড়ে, নিজের জীবনের সংগ্রামের সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছেন এই শিল্পপতি। আর এই বই পড়ে অভিভূত হয়ে সায়নকে একটি চিঠিও লেখেন রতন টাটা।
নিজের আদর্শের থেকে এমন চিঠি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন সায়ন। সেই ইমেলের কপি স্যোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। দেখা যায় সেই চিঠিতে শিল্পপতি লিখেছেন, ‘তোমার এই জীবনী পড়ে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। তোমার এই ব্যবসার ইচ্ছে ধরে রাখা এবং তাতে সফল হওয়ার বিষয়ে আমি খুবই অভিভূত’। সেইসঙ্গে সায়নকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একদিন তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেন রতন টাটা।