বাংলাহান্ট ডেস্ক : দোরগোড়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই হয়ে গিয়েছে দুই দফার ভোট গ্রহণ। কিন্তু নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই যেন মাত্রা ছাড়াচ্ছে নেতা নেত্রীদের দাবি দাওয়া। এবার মিম প্রধান ওয়েইসিকে ভগবান শ্রীরামের বংশধর বলে দাবি করতে দেখা গেল এক বিজেপি সাংসদকে।
গতকাল উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায় নিজের ছেলে বিজেপি প্রার্থী প্রতীক ভূষণ সিংয়ের হয়ে প্রচার করছিলেন ভারতের রেসলিং অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি তথা কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। সেখানেই এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে তাঁকে বলতে শোনা গেল, ‘ওয়াইসি একজন ক্ষত্রিয়। ভগবান শ্রীরামের বংশধর তিনি।’
তিনি বলেন, ‘অখিলেশ যাদবের সঙ্গে ওয়াইসির লড়াই কারণ অখিলেশ মুসলমানদের ভোট চান। বাবা কাকা সবার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেন অখিলেশ। প্রতারণা করাই তাঁর কাজ। ওয়াইসি এবং অখিলেশের মধ্যে লড়াই হচ্ছে মুসলিমদের নেতৃত্ব কার হাতে থাকা উচিত তা নিয়ে।’ একই সঙ্গে ওয়াইসিকে নিজের বন্ধু হিসেবে দাবি করে ব্রিজভূষণ বলেন, ‘যতদূর জানা যায় ওয়াইসি একজন পুরোনো ক্ষত্রিয়। ভগবান রামের বংশধর।’
একই সঙ্গে হিজাব বিতর্কেও মুখ খোলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘কিছু লোক বাইরে থেকে এদেশে হিজাব নিয়ে এসেছে, এই লোকেরা বলে এটাই আমাদের ধর্ম। ধর্ম ভালো কিন্তু আমাদের দেশে জৈন সম্প্রদায়ের লোক আছে যারা পোশাক পরে না, নাগা সম্প্রদায়ের লোক আছে যারা জামাকাপড় পরে না। কিন্তু তিনি তারা সমাজের জন্য জামাকাপড় পরে। প্রত্যেকেরই নিজস্ব মর্যাদা রয়েছে।’ তিনি আরও বলেন ‘তারা যদি হিজাব পরাতে অনড় থাকে, তাহলে আগামীকাল আমাদের ছেলেমেয়েরা বলবে আমরা জৈন সম্প্রদায়ের, আমরা যদি উলঙ্গ হয়ে যাই, আপনি কী করবেন? তাই, দেশের মনোযোগ অন্য দিকে সরানোর জন্য, মোদীজির শুরু করা কাজ কীভাবে বন্ধ করা যায় তার জন্য প্রতিদিন নতুন মামলা আনা হচ্ছে।’
এদিন ছেলের জন্য ভোট চেয়ে ব্রিজভূষণ বলেন, ‘প্রতীক জিতে গেলে গরীবদের জন্য কাজ করে মোদীর পাশে দাঁড়াবেন। কিন্তু অন্য কেউ জিতলে জিন্নাহের আদর্শের পাশে দাঁড়াবেন।’ একই সঙ্গে কংগ্রেসের পরিবারবাদকেও কটাক্ষ করতে দেখা যায় তাঁকে।
কার্যতই তাঁর এহেন বিস্ফোরক দাবিকে ঘিরে শোরগোল গোটা দেশে। মিম প্রধানকে ভগবান রামের বংশধর বলে দাবি করায় ক্ষুদ্ধ হয়েছেন দেশের মানুষের একাংশ। যদিও এ ব্যাপারে এখনও কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি মিম কর্তার কাছ থেকে।